Nojoto: Largest Storytelling Platform

#OpenPoetry না পাওয়ার সুযোগগুলো, তালু বন্ধি হাতের

#OpenPoetry না পাওয়ার সুযোগগুলো,
তালু বন্ধি হাতের মুঠো
দেখে ফেলে বার বার করছি তাকে জড়ো।
তুমিও আবার পাশ ফিরে 
কি যেন এক মন্ত্র বলো,
তাই ভালোবাসার চেয়েও দামি আমার কাছে তুমি,
নিস্পলকে ছুঁতে গেছি যতবার,
বার বার ভেঙে গেছি আমি......!!!!!


শব্ধরা কান ঘেষে আঁকিবুকি খেলে,
তোমার নামের পাতায় আমার নাম সাদা হয়ে আসে।
বুকের ভিতর ছুঁতে গেছি যাকে,
ভয়েরা আজ সেখানে আষ্টেপৃষ্ঠে ধরে,
না না না ভালোবাসার চেয়েও দামি আমার কাছে তুমি,
নিস্পলকে ছুঁতে গেছি যতবার,
বার বার ভেঙে গেছি আমি......!!!!! #OpenPoetry
#OpenPoetry না পাওয়ার সুযোগগুলো,
তালু বন্ধি হাতের মুঠো
দেখে ফেলে বার বার করছি তাকে জড়ো।
তুমিও আবার পাশ ফিরে 
কি যেন এক মন্ত্র বলো,
তাই ভালোবাসার চেয়েও দামি আমার কাছে তুমি,
নিস্পলকে ছুঁতে গেছি যতবার,
বার বার ভেঙে গেছি আমি......!!!!!


শব্ধরা কান ঘেষে আঁকিবুকি খেলে,
তোমার নামের পাতায় আমার নাম সাদা হয়ে আসে।
বুকের ভিতর ছুঁতে গেছি যাকে,
ভয়েরা আজ সেখানে আষ্টেপৃষ্ঠে ধরে,
না না না ভালোবাসার চেয়েও দামি আমার কাছে তুমি,
নিস্পলকে ছুঁতে গেছি যতবার,
বার বার ভেঙে গেছি আমি......!!!!! #OpenPoetry
nojotouser4686513974

Ami

New Creator