Nojoto: Largest Storytelling Platform

যাকে ভুলে যাই, তাকে কী প্রকৃতই ভোলা যায় ? যার হাত

যাকে ভুলে যাই, তাকে কী প্রকৃতই ভোলা যায় ?
যার হাত ছাড়িয়ে আরও বহুদূরে যেতে চাই---
সেই ছোঁয়াটুকু পাশাপাশি থাকে ঘুমন্ত শয্যায় ;
কণ্ঠস্বর,মৃদু কিংবা তীব্র--বাতাসে কান পাতলেই, 
যাকে কাছে পেতে চাই ,মধ্যবর্তী দূরত্ব কী ভাবে মিটাই?
সময়ের সাথে ইচ্ছে বাঁচে আবার সময়ের অতলেই হারিয়ে যায় ;
সহস্র উজ্জ্বল ক্ষত শেষ বসন্তের পাতার মতো
খসে খসে যায় শরীর থেকে ;
ইচ্ছের গোপনে লোকানো এক স্বচ্ছ সরোবর 
রোদ--ঝড়--বৃষ্টিতেও সে অনুভূতি ফিরে পাই----
যাকে ভালোবাসি তার সামনে হাঁটু মুড়ে বসি,
নিজেকে আবার নির্লজ্জ প্রমানের ইচ্ছে হলো তাই  | সুপ্রভাত বন্ধুরা,
 
আজ আমার সাথে #collab করে সম্পূর্ণ করো এই লেখাটি।

#ইচ্ছেহলোতাই
#yqdada #YourQuoteAndMine
Collaborating with YourQuote Dada
যাকে ভুলে যাই, তাকে কী প্রকৃতই ভোলা যায় ?
যার হাত ছাড়িয়ে আরও বহুদূরে যেতে চাই---
সেই ছোঁয়াটুকু পাশাপাশি থাকে ঘুমন্ত শয্যায় ;
কণ্ঠস্বর,মৃদু কিংবা তীব্র--বাতাসে কান পাতলেই, 
যাকে কাছে পেতে চাই ,মধ্যবর্তী দূরত্ব কী ভাবে মিটাই?
সময়ের সাথে ইচ্ছে বাঁচে আবার সময়ের অতলেই হারিয়ে যায় ;
সহস্র উজ্জ্বল ক্ষত শেষ বসন্তের পাতার মতো
খসে খসে যায় শরীর থেকে ;
ইচ্ছের গোপনে লোকানো এক স্বচ্ছ সরোবর 
রোদ--ঝড়--বৃষ্টিতেও সে অনুভূতি ফিরে পাই----
যাকে ভালোবাসি তার সামনে হাঁটু মুড়ে বসি,
নিজেকে আবার নির্লজ্জ প্রমানের ইচ্ছে হলো তাই  | সুপ্রভাত বন্ধুরা,
 
আজ আমার সাথে #collab করে সম্পূর্ণ করো এই লেখাটি।

#ইচ্ছেহলোতাই
#yqdada #YourQuoteAndMine
Collaborating with YourQuote Dada
jayantaroy2876

Jayanta Roy

New Creator