তুমি আজ অনেক দূরে, অপেক্ষাতে আমি একই স্থানে। এগিয়ে চলেছ তোমার পথে, আমি দাঁড়িয়ে তোমার পিছুটানে। নাই বা হলো কথা রোজ, নাই বা হলো দেখা। অনেক কথা লুকিয়ে রেখে, বাঁচাটা তোমার থেকেই শেখা। পড়লে মনে আমার কথা, একবার নামটি ধরে ডেকো। বাস্তবে তুমি নাই বা পারলে, তবে স্মৃতিতে বাঁচিয়ে রেখো। শুধু তোমারই জন্য।❤️ #love #banglaquote #bengaliquote