Nojoto: Largest Storytelling Platform

~ভুলে যা~ #কৃষ্ণেন্দুবাচ কোথায় থামা, ক'বার এল বাঁ

~ভুলে যা~
#কৃষ্ণেন্দুবাচ

কোথায় থামা, ক'বার এল বাঁক
গুনিস না সেসব ভুলে যা।
যে যার পেলি সে তার মনে রাখ।
যেসব না পাওয়া তা ভুলে যা।

হারিয়েছিলাম তোর ভাষাতে।
তোর সন্দেহ, তোর আশাতে।
কানে হাওয়া বললো আচমকা।
জীবন ফিরে আয় ওকে ভুলে যা।

শুকোয়নি চোখের কোনে নমক।
তার পরেও কিচ্ছু হয় নি কমও;
তোর চিন্তাও ওর কাছে অযথা।
তুইও হাস খুব, ওকে ভুলে যা... #ভুলে যা
~ভুলে যা~
#কৃষ্ণেন্দুবাচ

কোথায় থামা, ক'বার এল বাঁক
গুনিস না সেসব ভুলে যা।
যে যার পেলি সে তার মনে রাখ।
যেসব না পাওয়া তা ভুলে যা।

হারিয়েছিলাম তোর ভাষাতে।
তোর সন্দেহ, তোর আশাতে।
কানে হাওয়া বললো আচমকা।
জীবন ফিরে আয় ওকে ভুলে যা।

শুকোয়নি চোখের কোনে নমক।
তার পরেও কিচ্ছু হয় নি কমও;
তোর চিন্তাও ওর কাছে অযথা।
তুইও হাস খুব, ওকে ভুলে যা... #ভুলে যা