Nojoto: Largest Storytelling Platform

#স্পর্শ #অঞ্জলী দাশ গুপ্ত রিমা তখন নাবালিকা।গোলগাল

#স্পর্শ
#অঞ্জলী দাশ গুপ্ত
রিমা তখন নাবালিকা।গোলগাল মুখ।দুধে আলতা গায়ের রং।সবসময় মুখে তার একগাল হাসি।ভালো মন্দের বিচারবোধ ও তার তখন হয়নি।তার মন ছিল ভীষণ আবেগী।অনেকটাই স্পর্শ কাতর।একটু ভালোবাসা পেলে সব দুঃখ কষ্ট ভুলে যেতো।
  কিছু স্পর্শ  এমন ও ছিল যার মধ্যে ভালোবাসা নয় শুধু মাত্র পিপাসা নিবাবরণের কারণ ছিল।আর কিছু স্পর্শে তার মধ্যে সৃষ্টি করেছে অসম্ভব রাগ ও লজ্জা।কিছু স্পর্শের ছোঁয়ায় সে নতুন ভাবে বাঁচত,আর এগিয়ে যেতে জীবনের সামনের পথের দিকে।আর কিছু স্পর্শ কেড়েছে তার সন্মান,এমনকি বেঁচে থাকার আশা টুকুও।
তাই আজ যখন তার কাকা তাকে ভালোবাসার নাম করে আদর করতে যায় ,সে বুঝে যায় এটা কোনো আদর নয়।নিজের শারীরিক চাহিদা মিটানোর স্বাদ মাত্র। রিমা ছোটবেলায় বোঝে নি এমন ভালোবাসার অর্থ।কিন্তু আজ সে কাকার হাতটি ধরে রুখে দাঁড়ায়।কারণ সময় বদলেছে।তাই  তার মধ্যে সেই বোধটি আজ জাগ্রত হয়েছে।
#স্পর্শ
#অঞ্জলী দাশ গুপ্ত
রিমা তখন নাবালিকা।গোলগাল মুখ।দুধে আলতা গায়ের রং।সবসময় মুখে তার একগাল হাসি।ভালো মন্দের বিচারবোধ ও তার তখন হয়নি।তার মন ছিল ভীষণ আবেগী।অনেকটাই স্পর্শ কাতর।একটু ভালোবাসা পেলে সব দুঃখ কষ্ট ভুলে যেতো।
  কিছু স্পর্শ  এমন ও ছিল যার মধ্যে ভালোবাসা নয় শুধু মাত্র পিপাসা নিবাবরণের কারণ ছিল।আর কিছু স্পর্শে তার মধ্যে সৃষ্টি করেছে অসম্ভব রাগ ও লজ্জা।কিছু স্পর্শের ছোঁয়ায় সে নতুন ভাবে বাঁচত,আর এগিয়ে যেতে জীবনের সামনের পথের দিকে।আর কিছু স্পর্শ কেড়েছে তার সন্মান,এমনকি বেঁচে থাকার আশা টুকুও।
তাই আজ যখন তার কাকা তাকে ভালোবাসার নাম করে আদর করতে যায় ,সে বুঝে যায় এটা কোনো আদর নয়।নিজের শারীরিক চাহিদা মিটানোর স্বাদ মাত্র। রিমা ছোটবেলায় বোঝে নি এমন ভালোবাসার অর্থ।কিন্তু আজ সে কাকার হাতটি ধরে রুখে দাঁড়ায়।কারণ সময় বদলেছে।তাই  তার মধ্যে সেই বোধটি আজ জাগ্রত হয়েছে।