Nojoto: Largest Storytelling Platform

প্রশংসা তুই করিস না সহজে ধরিয়ে দিতিস ভুল আজকাল তু

প্রশংসা তুই করিস না সহজে ধরিয়ে দিতিস ভুল
আজকাল তুই করিস না কমেন্ট হয়েছে কিছু ভুল?
অনেক দিনের অনভ্যাস তাই ভুল হয়ে যায় বানানে
চোখে পড়লেই শুধরে দিতিস আপন ভেবে নিজ গুণে।
একটুও আমার হতো না রাগ বরং খুবই ভালো লাগতো
চোখ বুজে শুনতে পেতাম মিষ্টি গলায় কাকিমণি ডাক তোর।
তোর জন্য রইল রে মানু আগামীতে অনেক অনেক শুভেচ্ছা
নাহয় খুব খারাপ লিখি,কাকিমণির কোর্টে উঁকি দিতে হয়না কি তোর ইচ্ছা?
 মরিয়াম (শুক পাখি🐦) 


#রাতের_হিজিবিজি 
#আজেবাজে_লেখা 
#মনখারাপ 
#শ্রীমতীটুম্পা 
#yqbaba #yqdada
প্রশংসা তুই করিস না সহজে ধরিয়ে দিতিস ভুল
আজকাল তুই করিস না কমেন্ট হয়েছে কিছু ভুল?
অনেক দিনের অনভ্যাস তাই ভুল হয়ে যায় বানানে
চোখে পড়লেই শুধরে দিতিস আপন ভেবে নিজ গুণে।
একটুও আমার হতো না রাগ বরং খুবই ভালো লাগতো
চোখ বুজে শুনতে পেতাম মিষ্টি গলায় কাকিমণি ডাক তোর।
তোর জন্য রইল রে মানু আগামীতে অনেক অনেক শুভেচ্ছা
নাহয় খুব খারাপ লিখি,কাকিমণির কোর্টে উঁকি দিতে হয়না কি তোর ইচ্ছা?
 মরিয়াম (শুক পাখি🐦) 


#রাতের_হিজিবিজি 
#আজেবাজে_লেখা 
#মনখারাপ 
#শ্রীমতীটুম্পা 
#yqbaba #yqdada