Nojoto: Largest Storytelling Platform

তুমি আছো তাই, বুক চিতিয়ে করো শত্রুগৃহেও সত্যের লড়া

তুমি আছো তাই, বুক চিতিয়ে করো শত্রুগৃহেও সত্যের লড়াই। চেষ্টা করলাম, কি জানি কেমন হলো।
জঙ্গিবাদ, সন্ত্রাসবাদ, জেহাদী আজ দেশমাতৃকার গায়ে রক্তের গঙ্গা বয়ে দিতে চাই। একদা এই দেশমাতৃকায় শিখেয়েছেন ভালোবাসতে। তাই ভারত আজ ধর্মনিরপেক্ষ রাষ্ট্র। কিন্তু মানুষ আজ অসহায়। আমরা শান্তি চাই। আর এই অসহায়তা থেকে উদ্ধারের জন্যই প্রতি সীমান্তে রোদ, ঝড়, বৃষ্টি, তুষার উপেক্ষা করে দাঁড়িয়ে থাকে ভারত মায়ের সন্তানেরা। 
অন্যদিকে কিছু মানুষ শান্তি বুঝতে চাই না। যেন মনে হয়... 
" আজকে যেন দেশপ্রেম নিয়ে উঠছে হাহাকার...
ভালোবাসাকে পদপিষ্ট করে হচ্ছে দেশপ্রেম ছারখার..." 

তাই চলো একটু অন্যরকম ভাবে #collab করি ভালোবাসা সঙ্গে রেখে। 
শর্ত : 1. "তুমি আছো তাই," এই তিনটি শব্দ লেখার শুরুতেই থাকবে।
তুমি আছো তাই, বুক চিতিয়ে করো শত্রুগৃহেও সত্যের লড়াই। চেষ্টা করলাম, কি জানি কেমন হলো।
জঙ্গিবাদ, সন্ত্রাসবাদ, জেহাদী আজ দেশমাতৃকার গায়ে রক্তের গঙ্গা বয়ে দিতে চাই। একদা এই দেশমাতৃকায় শিখেয়েছেন ভালোবাসতে। তাই ভারত আজ ধর্মনিরপেক্ষ রাষ্ট্র। কিন্তু মানুষ আজ অসহায়। আমরা শান্তি চাই। আর এই অসহায়তা থেকে উদ্ধারের জন্যই প্রতি সীমান্তে রোদ, ঝড়, বৃষ্টি, তুষার উপেক্ষা করে দাঁড়িয়ে থাকে ভারত মায়ের সন্তানেরা। 
অন্যদিকে কিছু মানুষ শান্তি বুঝতে চাই না। যেন মনে হয়... 
" আজকে যেন দেশপ্রেম নিয়ে উঠছে হাহাকার...
ভালোবাসাকে পদপিষ্ট করে হচ্ছে দেশপ্রেম ছারখার..." 

তাই চলো একটু অন্যরকম ভাবে #collab করি ভালোবাসা সঙ্গে রেখে। 
শর্ত : 1. "তুমি আছো তাই," এই তিনটি শব্দ লেখার শুরুতেই থাকবে।