রাত ভোর স্বপ্নে ছিলে, ছিলে কত কাছে; ক্লান্ত দু'চোখে দুঃস্বপ্ন হয়ে, ছিলে মূহুর্তের ভাঁজে। প্রগাঢ় স্তদ্ধতায়, থিতিয়ে পড়েনা তোমার উপস্থিতি ; এত কাছে তোমায় দেখি...কত কাছে তোমার ধ্বনি! রাত পেরোতে দ্বিধা দ্বন্দ্বের শীত চাদরে মুখ থুবড়ে পড়ি- দুঃস্বপ্ন হয়ে মিশে যাও বিষন্ন ভোর-আঁধারে; স্বপ্নেও শেষবার, যেতে পারিনি কাছে। #শীতচাদরে #yqdada #শীতেরই #chellenge #বাংলা #yqdada #yqbaba #পারমিতা_দে