না বলা কথা রয়ে গেছে মনের কোণে বাক্সবন্দি হয়ে, কারো অপেক্ষায় আছে যে চাইবে শুনতে সাগ্রহে বিরক্তির কারন হয়ে দাঁড়াবে না। হয়তো বৃথা এ চিন্তা ভাবনা অবাঞ্চিত মানুষের কিছু না বলা কথা; থাকনা না বলা হয়ে, যন্ত্রের মতো ছুটে চলা জীবন কে বা কেন শুনতে চাইবে? জীবনের প্রতিটা ধাপ পেরিয়ে শুধুই ছুটে চলা, থাকনা চাপা পড়ে, না বলা কথাগুলো কর্মের হিসেবে। এই ব্যস্ত জীবনের দৌড়ে ফুলদানিতে রাখা ফুলের ছড়ানো সুবাস পায় ক'জনে, কিছু না বলা কথা রয়ে গেল না বলা হয়ে মাঝে মাঝে তার ঠাঁই হয় টুকরো কাগজে-পেনের কালিতে। বন্ধুরা, আজ আমার সাথে #collab করে সম্পূর্ণ করো এই লেখাটি। #কবিতায়যতটুকু #yqdada #YourQuoteAndMine #ভাবতীর্থ Collaborating with YourQuote Dada