Nojoto: Largest Storytelling Platform

বৃষ্টি পতনের পর যে নিস্তব্ধতা নামে সেখানে ঘুমন্ত ন

বৃষ্টি পতনের পর যে নিস্তব্ধতা নামে
সেখানে ঘুমন্ত নদীর অবসাদ;
তাকে তুমি সৃষ্টি বলতে পারো,
সৃষ্টি?সৃষ্টি তো সমুদ্র,সৃষ্টি চাঁদ;
সৃষ্টি শূন্যএ ধুলো,হাওয়া,ঝাউবন--
অন্তহীন ছায়া,ঘুরে কাটুক এ জীবন;
সমুদ্র নীচে যে জনপদ
সোনার আগুন মুখে নিয়ে উপচে পড়ে,
আলোকিত ঢেউ,ভাবছো মুঠোয় স্নান?
গুলিয়ে উঠবে বিষ,জ্বলন্ত সাম্পান;

তারচেয়ে চেনা সহজ ফুল,পাতা,পাখি---
অরণ্য,পাহাড়,মাটি;
নিজের মুখের মত চেনা আজন্ম শৈশবের
আকাশ,দিব্যি হাঁটাহাটি;
সেই কোন ভোররাতের নদী
হাত বাড়িয়ে ডেকে নিল গভীর গিরিখাতে,
সভ্যতার পিছু পিছু ডেকে নিল
তোমায়-আমায়,
একলা পুরুষ,সূর্যাস্তের পর একলা রমণী,
যাকে যেমন ঈর্ষা মানায়;
আবার যদি হতে পারো সহজ,সাবলীল--
আবার যদি বাড়তি তাগিদে
মৃত্যু পেরিয়ে ঘুরে দাঁড়াই তুমি আমি,
জানি সে তো ভস্মকাঠের স্তূপ,
ডুবন্ত সূর্য---নিস্তেজ বেলাভূমি... #আমার দেখা বেলাভূমি#আধুনিক কবিতা#
বৃষ্টি পতনের পর যে নিস্তব্ধতা নামে
সেখানে ঘুমন্ত নদীর অবসাদ;
তাকে তুমি সৃষ্টি বলতে পারো,
সৃষ্টি?সৃষ্টি তো সমুদ্র,সৃষ্টি চাঁদ;
সৃষ্টি শূন্যএ ধুলো,হাওয়া,ঝাউবন--
অন্তহীন ছায়া,ঘুরে কাটুক এ জীবন;
সমুদ্র নীচে যে জনপদ
সোনার আগুন মুখে নিয়ে উপচে পড়ে,
আলোকিত ঢেউ,ভাবছো মুঠোয় স্নান?
গুলিয়ে উঠবে বিষ,জ্বলন্ত সাম্পান;

তারচেয়ে চেনা সহজ ফুল,পাতা,পাখি---
অরণ্য,পাহাড়,মাটি;
নিজের মুখের মত চেনা আজন্ম শৈশবের
আকাশ,দিব্যি হাঁটাহাটি;
সেই কোন ভোররাতের নদী
হাত বাড়িয়ে ডেকে নিল গভীর গিরিখাতে,
সভ্যতার পিছু পিছু ডেকে নিল
তোমায়-আমায়,
একলা পুরুষ,সূর্যাস্তের পর একলা রমণী,
যাকে যেমন ঈর্ষা মানায়;
আবার যদি হতে পারো সহজ,সাবলীল--
আবার যদি বাড়তি তাগিদে
মৃত্যু পেরিয়ে ঘুরে দাঁড়াই তুমি আমি,
জানি সে তো ভস্মকাঠের স্তূপ,
ডুবন্ত সূর্য---নিস্তেজ বেলাভূমি... #আমার দেখা বেলাভূমি#আধুনিক কবিতা#
jayantaroy2876

Jayanta Roy

New Creator