তোমার শরীরে জমে রই এক ফোঁটা শিশির হয়ে; তুমি ধরে রাখ মোরে ক্ষণিকের তরে। রাত পোহালেই অবহেলায় আমার মৃত্যু ঘটে- তোমার দেহ বেয়ে- আমি মিশে যাই ভূমিতে। আমাকে ধারন করেছিলে যে শরীরে, অভিকর্ষের টানে সেও জীর্ণ হয়ে মিশে যাবে ভূমিতে। অন্তর ডায়েরি নিয়ে এলো আপনাদের কাছে আজ আবার নতুন ধরনের #collabchallenge ! " অভিকর্ষের টানে।" এই লাইনটার উপর ভিত্তি করে লিখে ফেলুন আপনারা আপনাদের মনের ভাব ।। সময়সীমা কাল সন্ধা ৭ টা পর্যন্ত। সেরা লেখা টা আমদের ফেসবুক পেজে পোস্ট করা হবে এবং সাপ্তাহিক সেরা লেখক কে পুরস্কৃত করা হবে।