Nojoto: Largest Storytelling Platform

অতীত ছবি সকাল হলেই ঘুম ভেঙে পটল গাছে পুর

          অতীত ছবি
সকাল হলেই ঘুম ভেঙে পটল গাছে পুরুষ ফুলের খোঁজ
পরাগ মিলন ঘটিয়ে ওদের পড়তে যেতাম দেরি হতো রোজ।
কুড়ি মিনিটের হাঁটা পথ শ্মশানের পাশে আল রাস্তা ধরে
ভূতের ভয় ছিলনা তখন, দুষ্টু মানুষ যদি তাড়া করে?
কুয়াশায় চাদর যেতো ভিজে,হাওয়াই চটির হরকানি
পৌঁছাতে পৌঁছাতে পড়া তখন হয়ে যেতো অনেকখানি।
সাইকেল একটা না হলেই নয়, ধরলাম ভীষন জেদ
চৌদ্দ শো টাকার লাল অ্যাটলাস পেলাম শেষমেশ।
রাত্রি জেগে পড়তে গেলেই কেরোসিনের অভাব
দিনের বেলায় পাশের বাড়ির গান শোনা স্বভাব।
তার উপরে দিদির বিয়ের পণের টাকা, চিৎকার চেঁচামেচি
পড়াশোনা তো ডকে ওঠে, জীবনটাতে ধরে খুব অরুচি।
পুরানো ভিটে বিক্রি হলো অল্প কিছু জমি
ভালোয় ভালোয় মিটলো বিয়ে, মাধ্যমিক দিলাম আমি।
পাড়ার সেরা রেজাল্ট হলো,বলল সবাই এসে
অমুক তুমি পাঁকের উপর পদ্ম ফুটিয়েছো যে।
মোড়ল যারা ছিল পাড়ার দিল পারমিশন
হুক লাগিয়ে এবার থেকে জ্বালবে একটা ল্যাম্প ‌।
মাধ্যমিকের গণ্ডি পেরিয়ে হলো নতুন লড়াই শুরু
একদিনে গল্প হবে না শেষ, ধৈর্য ধরো গুরু। #পুরোনো_ডাইরি 
#অতীত_স্মৃতি 
#ছেলেবেলা 
#বাংলালেখা 
#রাতের_কবিতা 
#yqdada              অতীত ছবি
সকাল হলেই ঘুম ভেঙে পটল গাছে পুরুষ ফুলের খোঁজ
পরাগ মিলন ঘটিয়ে ওদের পড়তে যেতাম দেরি হতো রোজ।
          অতীত ছবি
সকাল হলেই ঘুম ভেঙে পটল গাছে পুরুষ ফুলের খোঁজ
পরাগ মিলন ঘটিয়ে ওদের পড়তে যেতাম দেরি হতো রোজ।
কুড়ি মিনিটের হাঁটা পথ শ্মশানের পাশে আল রাস্তা ধরে
ভূতের ভয় ছিলনা তখন, দুষ্টু মানুষ যদি তাড়া করে?
কুয়াশায় চাদর যেতো ভিজে,হাওয়াই চটির হরকানি
পৌঁছাতে পৌঁছাতে পড়া তখন হয়ে যেতো অনেকখানি।
সাইকেল একটা না হলেই নয়, ধরলাম ভীষন জেদ
চৌদ্দ শো টাকার লাল অ্যাটলাস পেলাম শেষমেশ।
রাত্রি জেগে পড়তে গেলেই কেরোসিনের অভাব
দিনের বেলায় পাশের বাড়ির গান শোনা স্বভাব।
তার উপরে দিদির বিয়ের পণের টাকা, চিৎকার চেঁচামেচি
পড়াশোনা তো ডকে ওঠে, জীবনটাতে ধরে খুব অরুচি।
পুরানো ভিটে বিক্রি হলো অল্প কিছু জমি
ভালোয় ভালোয় মিটলো বিয়ে, মাধ্যমিক দিলাম আমি।
পাড়ার সেরা রেজাল্ট হলো,বলল সবাই এসে
অমুক তুমি পাঁকের উপর পদ্ম ফুটিয়েছো যে।
মোড়ল যারা ছিল পাড়ার দিল পারমিশন
হুক লাগিয়ে এবার থেকে জ্বালবে একটা ল্যাম্প ‌।
মাধ্যমিকের গণ্ডি পেরিয়ে হলো নতুন লড়াই শুরু
একদিনে গল্প হবে না শেষ, ধৈর্য ধরো গুরু। #পুরোনো_ডাইরি 
#অতীত_স্মৃতি 
#ছেলেবেলা 
#বাংলালেখা 
#রাতের_কবিতা 
#yqdada              অতীত ছবি
সকাল হলেই ঘুম ভেঙে পটল গাছে পুরুষ ফুলের খোঁজ
পরাগ মিলন ঘটিয়ে ওদের পড়তে যেতাম দেরি হতো রোজ।