Nojoto: Largest Storytelling Platform

হারিয়ে যাব আমি বেপরােয়া ঝরাপাতার ভিড়ের মধ্যে ,

হারিয়ে যাব আমি বেপরােয়া ঝরাপাতার ভিড়ের মধ্যে ,
খুঁজবাে তােমার বেহিসেবি পথচলা অভিমান যত ।
ভেঙে যাওয়া যত চিত্রলিপি কষে দেখবাে ,
মিলিয়ে দেব তােমায় আঁকড়ে যাওয়া নীল পাতায় ।

বেচে দেব অনুভূতি গুলাে , ক্ষয়ে যাওয়া ভাব হয় ।
বালিশের গায়ে জমে যায় প্রতারণার গল্প !
শালিকের দল কান্না নিয়ে যায় ।

বাউলের মতাে শরীর , পথচলা যাযাবর ।
অস্থির সমুদ্রে নােঙর ফেলে দিয় ,
নেমে যাই গভীর তলে , ঢুলু ঢুলু চোখে ।
পাশফিরে শুতে পারি না ,
কেমন যেন ঘেন্না লেগে থাকে আশেপাশে ।

শৈশব ঘাসে আঙুল ছুঁলে জবাব পাই ,
আঁধাে আলাে ভালােবাসাে তুমি ।

অদূরে গলে যায় সূর্য ,
সময় পেরিয়ে যেতে দেখি ,
তুমি কি আজও পা পেতে সন্ধ্যের অপক্ষায় থাকো ? ----------------------------------------

#yqbaba #yqdada #yqquotes
#yqdidi #সময়পেরিয়েযায় #বাংলা #অনুভূতি_দের_শুভ


———————————————
Priyanki Sen 🌼
হারিয়ে যাব আমি বেপরােয়া ঝরাপাতার ভিড়ের মধ্যে ,
খুঁজবাে তােমার বেহিসেবি পথচলা অভিমান যত ।
ভেঙে যাওয়া যত চিত্রলিপি কষে দেখবাে ,
মিলিয়ে দেব তােমায় আঁকড়ে যাওয়া নীল পাতায় ।

বেচে দেব অনুভূতি গুলাে , ক্ষয়ে যাওয়া ভাব হয় ।
বালিশের গায়ে জমে যায় প্রতারণার গল্প !
শালিকের দল কান্না নিয়ে যায় ।

বাউলের মতাে শরীর , পথচলা যাযাবর ।
অস্থির সমুদ্রে নােঙর ফেলে দিয় ,
নেমে যাই গভীর তলে , ঢুলু ঢুলু চোখে ।
পাশফিরে শুতে পারি না ,
কেমন যেন ঘেন্না লেগে থাকে আশেপাশে ।

শৈশব ঘাসে আঙুল ছুঁলে জবাব পাই ,
আঁধাে আলাে ভালােবাসাে তুমি ।

অদূরে গলে যায় সূর্য ,
সময় পেরিয়ে যেতে দেখি ,
তুমি কি আজও পা পেতে সন্ধ্যের অপক্ষায় থাকো ? ----------------------------------------

#yqbaba #yqdada #yqquotes
#yqdidi #সময়পেরিয়েযায় #বাংলা #অনুভূতি_দের_শুভ


———————————————
Priyanki Sen 🌼
shuvosarkar1619

Shuvo Sarkar

New Creator