Nojoto: Largest Storytelling Platform

বেশ তো এখন মজেছ তুমি নিত্য নতুন উপাচারে; আমিও এবার

বেশ তো এখন মজেছ তুমি
নিত্য নতুন উপাচারে;
আমিও এবার বিদায় নেবো
থাকবো না আর ব্যাভিচারে।
দূর শহরে পাড়ি দেবো
যেখানে কেউ চিনবে নাকো;
পথের কাঁটা সরে গেলে
তুমিও তখন সুখে থেকো। #ছবিতেকবিতা১৮ #স্বজনসেরা #স্বজন #swajan#yqbaba #yqdada
বেশ তো এখন মজেছ তুমি
নিত্য নতুন উপাচারে;
আমিও এবার বিদায় নেবো
থাকবো না আর ব্যাভিচারে।
দূর শহরে পাড়ি দেবো
যেখানে কেউ চিনবে নাকো;
পথের কাঁটা সরে গেলে
তুমিও তখন সুখে থেকো। #ছবিতেকবিতা১৮ #স্বজনসেরা #স্বজন #swajan#yqbaba #yqdada

#ছবিতেকবিতা১৮ #স্বজনসেরা #স্বজন #swajan#yqbaba #yqdada