Nojoto: Largest Storytelling Platform

যখন তখন বৃষ্টি ঝরায় আকাশ বড্ড খেয়ালী, কেউ বা তৃপ

যখন তখন বৃষ্টি ঝরায়
আকাশ বড্ড খেয়ালী,
কেউ বা তৃপ্ত ভালোবাসা পেয়ে
কেউ তপ্ত মরু বালি।
তৃষিত খুব অধিকার নেই
কাছে থেকেও বহুদূর
মিলনের বাজনার বদলে বাজে
শুধুই বিষাদের সুর।
আকাশের মনেও বেদনা আছে
জানতে পারেনা কেউ
বারে বারে কেন তটেই ফেরে
অতল সাগরের ঢেউ।
সবাই যদিও ফিরতে চায় না
সবাই চায় না ঘর
মেঘের চাই আকাশ শুধু
বাকি সব পর। #বাংলা_কবিতা #বাংলালেখা #আকাশ #প্রেম #বিরহ #বিচ্ছেদ
যখন তখন বৃষ্টি ঝরায়
আকাশ বড্ড খেয়ালী,
কেউ বা তৃপ্ত ভালোবাসা পেয়ে
কেউ তপ্ত মরু বালি।
তৃষিত খুব অধিকার নেই
কাছে থেকেও বহুদূর
মিলনের বাজনার বদলে বাজে
শুধুই বিষাদের সুর।
আকাশের মনেও বেদনা আছে
জানতে পারেনা কেউ
বারে বারে কেন তটেই ফেরে
অতল সাগরের ঢেউ।
সবাই যদিও ফিরতে চায় না
সবাই চায় না ঘর
মেঘের চাই আকাশ শুধু
বাকি সব পর। #বাংলা_কবিতা #বাংলালেখা #আকাশ #প্রেম #বিরহ #বিচ্ছেদ