Nojoto: Largest Storytelling Platform

যে প্রেমিক তোমার বিশ্বাস নিয়ে ছিনিমিনি খেললো, তাক


যে প্রেমিক তোমার বিশ্বাস নিয়ে ছিনিমিনি খেললো,
তাকেই কিনা শেষ পর্যন্ত তোমার শরীর ছুঁতে দিলে !
 বুঝি লাগেনি সে বেলা ঘেন্নার রঙ? 
বাতাস বুঝি তখনও বয়ে চলেছিলো
নদী লাগোয়া মন্দিরের গা ঘেঁষে---
আহা,কোথায় লুকাও সব সতিত্বের আব্রু ;
আমি বৃষ্টির ঝাপটাকে সহজ সৌন্দর্য ভাবি,অপরূপা দিগন্তে
আলোয় আলোর ছড়িয়ে পড়তে দেখি
আমার মুক্তমনা বিস্ময়,
সেটাকে কোনও অপাপবিদ্ধ দুর্বলতার
সঙ্গে তুলনা করা চলে---
আমার পায়ে পায়ে জড়িয়ে পড়ে
সবুজ কচি ঘাসের বন,চোখের সাথে অরণ্যের পরিচয়,
এতটাই নিরাপত্তার সদুত্তর যদি মেলে 
এবার তবে বুকে হাত রেখে বলো তো--
আরও কতটা নীচে নামতে হতে পারে
সে গিরিখাতে তলিয়ে যেতে গেলে !! #গিরিখাত#আধুনিক কবিতা#

যে প্রেমিক তোমার বিশ্বাস নিয়ে ছিনিমিনি খেললো,
তাকেই কিনা শেষ পর্যন্ত তোমার শরীর ছুঁতে দিলে !
 বুঝি লাগেনি সে বেলা ঘেন্নার রঙ? 
বাতাস বুঝি তখনও বয়ে চলেছিলো
নদী লাগোয়া মন্দিরের গা ঘেঁষে---
আহা,কোথায় লুকাও সব সতিত্বের আব্রু ;
আমি বৃষ্টির ঝাপটাকে সহজ সৌন্দর্য ভাবি,অপরূপা দিগন্তে
আলোয় আলোর ছড়িয়ে পড়তে দেখি
আমার মুক্তমনা বিস্ময়,
সেটাকে কোনও অপাপবিদ্ধ দুর্বলতার
সঙ্গে তুলনা করা চলে---
আমার পায়ে পায়ে জড়িয়ে পড়ে
সবুজ কচি ঘাসের বন,চোখের সাথে অরণ্যের পরিচয়,
এতটাই নিরাপত্তার সদুত্তর যদি মেলে 
এবার তবে বুকে হাত রেখে বলো তো--
আরও কতটা নীচে নামতে হতে পারে
সে গিরিখাতে তলিয়ে যেতে গেলে !! #গিরিখাত#আধুনিক কবিতা#
jayantaroy2876

Jayanta Roy

New Creator

#গিরিখাত#আধুনিক কবিতা#