Nojoto: Largest Storytelling Platform

এই প্রাণে উদ্বেলিত... এলোমেলো বায়ে কুহু-কুহু সুরে

এই প্রাণে উদ্বেলিত...
এলোমেলো বায়ে কুহু-কুহু সুরে
বসন্তের ফাগুন ছোঁয়া গান,
বেদনা-বিধুরে রঙিন আবির উড়িয়ে
উল্লাস জাগায় পলাশের টান। #অন্তরডায়েরি আপনাদের কাছে  হাজির হল আজ আবার  নতুন ভাবে নতুন ধরেনের তৃতীয় #কোলাব নিয়ে ।

🟣আজকের শব্দ "বসন্ত"। এই শব্দটির উপর ভিত্তি করে লিখে ফেলুন আপনাদের মনের মত করে কিছু কথা।

🔷নিয়ম___
১) "বসন্ত" শব্দটা লেখার মধ্যে রেখে প্রথম জন্য 1 নাম্বার বক্সে কোলাব করবেন। 
২)প্রথম জনের শেষ লাইনের যেকোনো একটা শব্দ নিয়ে দ্বিতীয় জন্য পরের বক্সে কোলাব করবেন।
৩)দ্বিতীয় জনের শেষ লাইনের যেকোনো একটা শব্দ নিয়ে তৃতীয় জন্য পরের বক্সে কোলাব করবেন।
এই প্রাণে উদ্বেলিত...
এলোমেলো বায়ে কুহু-কুহু সুরে
বসন্তের ফাগুন ছোঁয়া গান,
বেদনা-বিধুরে রঙিন আবির উড়িয়ে
উল্লাস জাগায় পলাশের টান। #অন্তরডায়েরি আপনাদের কাছে  হাজির হল আজ আবার  নতুন ভাবে নতুন ধরেনের তৃতীয় #কোলাব নিয়ে ।

🟣আজকের শব্দ "বসন্ত"। এই শব্দটির উপর ভিত্তি করে লিখে ফেলুন আপনাদের মনের মত করে কিছু কথা।

🔷নিয়ম___
১) "বসন্ত" শব্দটা লেখার মধ্যে রেখে প্রথম জন্য 1 নাম্বার বক্সে কোলাব করবেন। 
২)প্রথম জনের শেষ লাইনের যেকোনো একটা শব্দ নিয়ে দ্বিতীয় জন্য পরের বক্সে কোলাব করবেন।
৩)দ্বিতীয় জনের শেষ লাইনের যেকোনো একটা শব্দ নিয়ে তৃতীয় জন্য পরের বক্সে কোলাব করবেন।