Nojoto: Largest Storytelling Platform

যদি ক্ষোভ দাও প্রাণে, স্বর্গীয় সুখের নামে! বিশ্বাস

যদি ক্ষোভ দাও প্রাণে, স্বর্গীয় সুখের নামে!
বিশ্বাস করো, গেঁথে নেবো তোমায় পরনে, কিংবা বুকের বামে।

যদি মনের দ্বারে খিল দাও, ভালোবাসা যদি রয়ে যায় বাকি!
আস্থা রেখো আমাতে,
আমি আজও উদভ্রান্ত সুখে তোমার নামেই উল্কি আঁকি।

যদি মুঠো ভরা কাঁচ দিয়ে "আয়না"র নামে দাও ফাঁকি!
প্রাণের ভয়? হারিয়ে দেব।
বিদায়ী সুরেও দামামা বাজিয়ে গুঁড়ো কাঁচে মুখ দেখবো একাকী।

যদি একটা আস্ত নরক দিয়ে মানতে বলো তুমি নাকি জীবন দিতেও রাজি!
নরক হলেও স্বর্গ মানি।
তাও বলবে মন্দবাসায় আজও আমি মিথ্যে সাজি?

একটানা "ঘেন্না করি, ঘেন্না করি তোমায়" বলে যদি ছাড়তে বলো বাড়ি!
তুমি বোধহয় চেনো নি আমায়।
স্বর্গ-নরকের মাঝখানে তোমার অপ্রেমে তিলে তিলে গড়ে ওঠা-
আমি, গা সওয়া এক বীভৎস নারী। #মাঝখান #majhkhan #YQDada #challenge
#yqbaba #yqtales #piu_sangita
যদি ক্ষোভ দাও প্রাণে, স্বর্গীয় সুখের নামে!
বিশ্বাস করো, গেঁথে নেবো তোমায় পরনে, কিংবা বুকের বামে।

যদি মনের দ্বারে খিল দাও, ভালোবাসা যদি রয়ে যায় বাকি!
আস্থা রেখো আমাতে,
আমি আজও উদভ্রান্ত সুখে তোমার নামেই উল্কি আঁকি।

যদি মুঠো ভরা কাঁচ দিয়ে "আয়না"র নামে দাও ফাঁকি!
প্রাণের ভয়? হারিয়ে দেব।
বিদায়ী সুরেও দামামা বাজিয়ে গুঁড়ো কাঁচে মুখ দেখবো একাকী।

যদি একটা আস্ত নরক দিয়ে মানতে বলো তুমি নাকি জীবন দিতেও রাজি!
নরক হলেও স্বর্গ মানি।
তাও বলবে মন্দবাসায় আজও আমি মিথ্যে সাজি?

একটানা "ঘেন্না করি, ঘেন্না করি তোমায়" বলে যদি ছাড়তে বলো বাড়ি!
তুমি বোধহয় চেনো নি আমায়।
স্বর্গ-নরকের মাঝখানে তোমার অপ্রেমে তিলে তিলে গড়ে ওঠা-
আমি, গা সওয়া এক বীভৎস নারী। #মাঝখান #majhkhan #YQDada #challenge
#yqbaba #yqtales #piu_sangita