Nojoto: Largest Storytelling Platform

স্বজনপোষণ দেবশ্রী বন্দ্যোপাধ্যায় আমাদের সমাজে দ

স্বজনপোষণ 
দেবশ্রী বন্দ্যোপাধ্যায় 

আমাদের সমাজে দ্রোনাচার্য্যেরা বলিদান চাওয়ার জন্য একলব্যদের খুঁজেই নেন।
রাজপুত্র অর্জুনকে শ্রেষ্ঠত্বের তকমা দিয়ে রাজার প্রতি নিজের হৃদ্যতার পরিচয় দেওয়ার তাগিদ তাদের বড্ড বেশি।
একলব্যরা জন্মগত ভাবে অতি সাধারণ হয়েও কর্মগত ভাবে যে অসাধারণ হওয়ার ক্ষমতা রাখে সেকথা ভীষণ ভাবেই অনুভব করে দ্রোনেরা।
অর্জুনের কৃতিত্বকে ছাপিয়ে কোনো একলব্যকেই শীর্ষ স্থানে অধিষ্ঠিত হতে দেবেনা দ্রোনের দল। 
তাই চিরাচরিত নিয়মে হারিয়ে যেতে হয় একলব্যদের। 
আর সোনার চামচ মুখে নিয়ে জন্মানো অর্জুনেরা আজীবন শ্রেষ্ঠত্বের আসনকে পৈতৃক সম্পত্তি মনে করতে থাকে।
তারা সমস্ত প্রশংসা,পুরস্কার,বিজয়মালায় নিজেদের জন্মগত অধিকার বোধ করে যুগযুগ ধরে।
আর শ্রেষ্ঠত্বের যোগ্য দাবিদার একলব্যরা হারিয়ে যায় অজানা অন্ধকারে।
এই স্বজনপোষণ চলে আসছে বহুযুগ ধরে, এবং এখনো তা বর্তমান।
দ্রোন যতই অর্জুনকে শীর্ষ আসন দিক না কেন, মানুষের মনের বেদনায় চিরবিজয়ীর আসনে একলব্যই বিরাজ করবে চিরকাল। #SushantSinghRajput #Quotes #life #Nojoto #nojotobangla #Bengali
স্বজনপোষণ 
দেবশ্রী বন্দ্যোপাধ্যায় 

আমাদের সমাজে দ্রোনাচার্য্যেরা বলিদান চাওয়ার জন্য একলব্যদের খুঁজেই নেন।
রাজপুত্র অর্জুনকে শ্রেষ্ঠত্বের তকমা দিয়ে রাজার প্রতি নিজের হৃদ্যতার পরিচয় দেওয়ার তাগিদ তাদের বড্ড বেশি।
একলব্যরা জন্মগত ভাবে অতি সাধারণ হয়েও কর্মগত ভাবে যে অসাধারণ হওয়ার ক্ষমতা রাখে সেকথা ভীষণ ভাবেই অনুভব করে দ্রোনেরা।
অর্জুনের কৃতিত্বকে ছাপিয়ে কোনো একলব্যকেই শীর্ষ স্থানে অধিষ্ঠিত হতে দেবেনা দ্রোনের দল। 
তাই চিরাচরিত নিয়মে হারিয়ে যেতে হয় একলব্যদের। 
আর সোনার চামচ মুখে নিয়ে জন্মানো অর্জুনেরা আজীবন শ্রেষ্ঠত্বের আসনকে পৈতৃক সম্পত্তি মনে করতে থাকে।
তারা সমস্ত প্রশংসা,পুরস্কার,বিজয়মালায় নিজেদের জন্মগত অধিকার বোধ করে যুগযুগ ধরে।
আর শ্রেষ্ঠত্বের যোগ্য দাবিদার একলব্যরা হারিয়ে যায় অজানা অন্ধকারে।
এই স্বজনপোষণ চলে আসছে বহুযুগ ধরে, এবং এখনো তা বর্তমান।
দ্রোন যতই অর্জুনকে শীর্ষ আসন দিক না কেন, মানুষের মনের বেদনায় চিরবিজয়ীর আসনে একলব্যই বিরাজ করবে চিরকাল। #SushantSinghRajput #Quotes #life #Nojoto #nojotobangla #Bengali