Nojoto: Largest Storytelling Platform

#বৃষ্টি মাখা অভিমান #অঞ্জলী দাশ গুপ্ত অভিমানী মন

#বৃষ্টি মাখা অভিমান
#অঞ্জলী দাশ গুপ্ত

অভিমানী মন বৃষ্টি মেখে
আবেগী সুর তুলেছে ঝড়,
বাঁধন ছেড়া অভিমান দেখে
থরথর কাঁপে একলা ঘর।

চোখের পলকে বেঁধেছিল যাকে
পালিয়ে গেল  মিথ্যা অজুহাতে ,
পাগল মন হাতড়ায় তাকে
রোমন্থনে বারবার ফিরে আসে।

অচেনা হলো চেনা সেই মুখ
মিথ্যা অন্নেষনে সুখের ক্ষয়,
পুরাতন স্মৃতি বাড়িয়েছে দুখ
এরই নাম "হৃদয়ের বিপর্যয়" ! #InspireThroughWriting 
#bengali poem
#বৃষ্টি মাখা অভিমান
#অঞ্জলী দাশ গুপ্ত

অভিমানী মন বৃষ্টি মেখে
আবেগী সুর তুলেছে ঝড়,
বাঁধন ছেড়া অভিমান দেখে
থরথর কাঁপে একলা ঘর।

চোখের পলকে বেঁধেছিল যাকে
পালিয়ে গেল  মিথ্যা অজুহাতে ,
পাগল মন হাতড়ায় তাকে
রোমন্থনে বারবার ফিরে আসে।

অচেনা হলো চেনা সেই মুখ
মিথ্যা অন্নেষনে সুখের ক্ষয়,
পুরাতন স্মৃতি বাড়িয়েছে দুখ
এরই নাম "হৃদয়ের বিপর্যয়" ! #InspireThroughWriting 
#bengali poem