Nojoto: Largest Storytelling Platform

#জীবনের উপলব্ধি# সেদিন এক বন্ধুকে কথা দিয়ে

 #জীবনের উপলব্ধি#
  
    সেদিন এক বন্ধুকে কথা দিয়েছিলাম, রাতে ফোন করবো। প্রায় দশদিন পেরিয়ে যাওয়ার পর আজ কথা বললাম। বন্ধু কথা বললো প্রায় ঘন্টাখানেক। মন ভালো হয়ে গেল। বুঝলাম, আমার ফোনের অপেক্ষায় ছিল। অনুভব করলাম, কথা দিয়ে কথা না রাখায় বেশ কষ্ট পেয়েছে। ওর ব্যস্ততা থাকলেও কথা সংক্ষিপ্ত করেনি। কারণ, ও বন্ধুত্বের মূল্য, গভীরতা বুঝেছে। আমায় নীরবে বুঝিয়ে দিয়েছে অপেক্ষার মানে, আর কথা দিয়ে কথা রাখার গুরুত্ব। #yqbaba #yqtales #yqdada#yqdidi
 #জীবনের উপলব্ধি#
  
    সেদিন এক বন্ধুকে কথা দিয়েছিলাম, রাতে ফোন করবো। প্রায় দশদিন পেরিয়ে যাওয়ার পর আজ কথা বললাম। বন্ধু কথা বললো প্রায় ঘন্টাখানেক। মন ভালো হয়ে গেল। বুঝলাম, আমার ফোনের অপেক্ষায় ছিল। অনুভব করলাম, কথা দিয়ে কথা না রাখায় বেশ কষ্ট পেয়েছে। ওর ব্যস্ততা থাকলেও কথা সংক্ষিপ্ত করেনি। কারণ, ও বন্ধুত্বের মূল্য, গভীরতা বুঝেছে। আমায় নীরবে বুঝিয়ে দিয়েছে অপেক্ষার মানে, আর কথা দিয়ে কথা রাখার গুরুত্ব। #yqbaba #yqtales #yqdada#yqdidi