Nojoto: Largest Storytelling Platform

সময় গোনার প্রহর হল শেষ , রূপের মায়ায় লেগেছে আবেশ,

সময় গোনার প্রহর হল শেষ ,
রূপের মায়ায় লেগেছে আবেশ, 
সেজেছে সব আবার নূতন করে, 
আগমনীর ছন্দ খুশির সুরে. 
মা গো আবার কাশের বনে বনে, 
ঢাকের কাঠি তোমারই বার্তা গোনে.
মেঘের ঘরে পুজো পুজোর রব, 
মনের ভিড়ে বাধায় কলরব, 
বয়স ভুলে বাচ্চা বনে সবে, 
মায়ের কোলে মায়ের মায়ার ভবে....

©Snigdha 's World #worship #mahalaya #poem #Bengali_poem
সময় গোনার প্রহর হল শেষ ,
রূপের মায়ায় লেগেছে আবেশ, 
সেজেছে সব আবার নূতন করে, 
আগমনীর ছন্দ খুশির সুরে. 
মা গো আবার কাশের বনে বনে, 
ঢাকের কাঠি তোমারই বার্তা গোনে.
মেঘের ঘরে পুজো পুজোর রব, 
মনের ভিড়ে বাধায় কলরব, 
বয়স ভুলে বাচ্চা বনে সবে, 
মায়ের কোলে মায়ের মায়ার ভবে....

©Snigdha 's World #worship #mahalaya #poem #Bengali_poem