Nojoto: Largest Storytelling Platform

গুরুত্ব কমছে বলে পায়ের নীচে এমন ছড়িয়ে যাওয়া আকাশ

গুরুত্ব কমছে বলে পায়ের নীচে এমন ছড়িয়ে যাওয়া

আকাশ থেকে ডাক দিয়ে, রঙিন জলে মুখ দেখে
সারা রাস্তা জুড়ে সে কি বন্যা! মাটি দাঁড়ায় না
ওরই বা কি করার আছে?
ঝোলায় ভর্তি উপড়ে ফেলা গাছ নিয়েছে।
ঘাসফুল শরীর তিরতিরে সুখ
আমাকেই অহেতুক মাটি গড়া শিখিয়ে কি হবে?
এভাবে চেতনার কাছে মাথা ঠোকা...
বিশ্বাস করো, তুমিই ঠিক!
আমি বিচ্ছিরি রোদে রশ্মিমূলক ভেসে যাই। 
হঠাৎ দেওয়াল ছোটো হলে সমস্ত জ্যোৎস্না 
কেড়ে নিয়ে গেছে। কাঁপা দেহ আর যাই হোক
আমার নয়। রাতের নয়। আমি নই

বিন্দু ঘামে যা কিছু ফুটে যায়, তোমার ঝোলা সবুজ হতো যদি!
শেকড় থাকাটা জরুরী। 
অথচ "ভালোবাসা"র ক্ষমতা সীমিত-ই। গলা আছে। ডাক নেই #বিশ্রী_অঘটন_ঘটে_কবিতায়
#piu_sangita 
#একটা_বাজে_লেখা
গুরুত্ব কমছে বলে পায়ের নীচে এমন ছড়িয়ে যাওয়া

আকাশ থেকে ডাক দিয়ে, রঙিন জলে মুখ দেখে
সারা রাস্তা জুড়ে সে কি বন্যা! মাটি দাঁড়ায় না
ওরই বা কি করার আছে?
ঝোলায় ভর্তি উপড়ে ফেলা গাছ নিয়েছে।
ঘাসফুল শরীর তিরতিরে সুখ
আমাকেই অহেতুক মাটি গড়া শিখিয়ে কি হবে?
এভাবে চেতনার কাছে মাথা ঠোকা...
বিশ্বাস করো, তুমিই ঠিক!
আমি বিচ্ছিরি রোদে রশ্মিমূলক ভেসে যাই। 
হঠাৎ দেওয়াল ছোটো হলে সমস্ত জ্যোৎস্না 
কেড়ে নিয়ে গেছে। কাঁপা দেহ আর যাই হোক
আমার নয়। রাতের নয়। আমি নই

বিন্দু ঘামে যা কিছু ফুটে যায়, তোমার ঝোলা সবুজ হতো যদি!
শেকড় থাকাটা জরুরী। 
অথচ "ভালোবাসা"র ক্ষমতা সীমিত-ই। গলা আছে। ডাক নেই #বিশ্রী_অঘটন_ঘটে_কবিতায়
#piu_sangita 
#একটা_বাজে_লেখা
sangitasaha5698

Sangita Saha

New Creator

#বিশ্রী_অঘটন_ঘটে_কবিতায় #piu_sangita #একটা_বাজে_লেখা