আমি পারি মানে আমি পারি, সে পারার মধ্যে হয়তো শুধু পারা টুকু আছে, নেই সুচারু দক্ষতা। তবু আমি পারি, যা পারি যতটুকু পারি। আমি গান গাই, আমি ছবি আঁকি, আমি কথা বলি, আমি সুর ভাঁজি... আমি পারি শুধু পারি, তুলনাহীন পারা টুকু আমার স্বকীয়তা, আমার অতি প্রিয়, নিজস্ব। #যতটুকু#পারি#ততখানি#আমি#বকি#সব#টুকু#কল্পনা।