Nojoto: Largest Storytelling Platform

অনুতাপ শরীরে জন্মায়; অনুভূতি শিরা বেয়ে নামে, রঙিন

অনুতাপ শরীরে জন্মায়;
অনুভূতি শিরা বেয়ে নামে,
রঙিন কাঁচের মত বিষাদ
বালিশ করে ঘুমিয়েছো আরামে---

মৃত রাত মুখে তোলে মাটি
গতজন্মের হেঁশেল থেকে,
অস্থি--মজ্জা ঘাঁটাঘাটি,
নিজেকে হঠাৎ ডুবতে দেখে;

ওরা ছোটে মাঠ-ঘাট,প্রান্তরে
ওরা খায় ব্যঙ্গ-কুৎসা-গালি,
ওরা বলে বাঁচার কাছাকাছি
আমি ভরি শূন্য পাকস্থলী---

আমি দেখি মন্ত্রপূত মায়া
ছেয়ে আছে শবের দেহ জুড়ে,
আমি দেখি অমঙ্গলের ছায়া
মরা চাঁদ চিতায় যাচ্ছে পুড়ে;

এতদিনে পচাগলা পাগলামি
যুবতীর নগ্ন বাহুতে ঝোলে,
থেমে থাকা হাওয়ার গাছে গাছে
প্রেমিকের নিথর দেহ দোলে;

ভেসে যায় সংসার,সৎকার,
ভেসে চলে পোড়া কাঠ জলে জলে,
পাত পেড়ে খেয়েছো মাথাটি তার
ধাতুপথে তীব্র আগুন জ্বলে | #শরীর#অনুতাপ#
অনুতাপ শরীরে জন্মায়;
অনুভূতি শিরা বেয়ে নামে,
রঙিন কাঁচের মত বিষাদ
বালিশ করে ঘুমিয়েছো আরামে---

মৃত রাত মুখে তোলে মাটি
গতজন্মের হেঁশেল থেকে,
অস্থি--মজ্জা ঘাঁটাঘাটি,
নিজেকে হঠাৎ ডুবতে দেখে;

ওরা ছোটে মাঠ-ঘাট,প্রান্তরে
ওরা খায় ব্যঙ্গ-কুৎসা-গালি,
ওরা বলে বাঁচার কাছাকাছি
আমি ভরি শূন্য পাকস্থলী---

আমি দেখি মন্ত্রপূত মায়া
ছেয়ে আছে শবের দেহ জুড়ে,
আমি দেখি অমঙ্গলের ছায়া
মরা চাঁদ চিতায় যাচ্ছে পুড়ে;

এতদিনে পচাগলা পাগলামি
যুবতীর নগ্ন বাহুতে ঝোলে,
থেমে থাকা হাওয়ার গাছে গাছে
প্রেমিকের নিথর দেহ দোলে;

ভেসে যায় সংসার,সৎকার,
ভেসে চলে পোড়া কাঠ জলে জলে,
পাত পেড়ে খেয়েছো মাথাটি তার
ধাতুপথে তীব্র আগুন জ্বলে | #শরীর#অনুতাপ#
jayantaroy2876

Jayanta Roy

New Creator

#শরীর#অনুতাপ#