বিদায় নিল বছর শেষে ঋতুরাজ বসন্ত, রেখে গেল তার রঙিন সাজ, দান করল বসুন্ধরাকে সজীবতা, রাঙিয়ে দিয়ে গেলো চৈত্রের শেষ বেলা। নতুনকে আহ্বানের তাগিদে কণ্ঠে তার বিদায়বেলার সুর, আজ প্রভাতের সোনালী কিরণ সবুজে সবুজে আনন্দধারায় মুখরিত হয়ে উঠেছে, আম্রমুকুলের সাজে সজ্জিত হয়েছে বৃক্ষেরা, চারিপাশে বেল,গন্ধরাজের সুবাসে স্নিগ্ধ হয়েছে মন। প্রজাপতি-মৌমাছিরা আপন মনে উড়ে বেড়াচ্ছে চারিপাশে, সকল আতঙ্ক-গ্লানির অবসান ঘটিয়ে, নবীন-প্রবীণের মেলবন্ধনের শাশ্বত ইতিহাস গড়ে তুলতে নববর্ষকে জানাই স্বাগত। এসো হে বৈশাখ, এসো, এসো || শুভ নববর্ষের আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন। ✒️ পিউ রায় ©PIU #নববর্ষ #আগমন #drowning