Nojoto: Largest Storytelling Platform

জাগতেও আজি ভুলে গেছি প্রিয়, কাটছে ভাবের ঘোরে, স

জাগতেও আজি ভুলে গেছি প্রিয়, 
কাটছে ভাবের ঘোরে,  
স্বপ্নেই যদি মুরতি তোমার ,
কাটুক স্বপ্নপুরে, 
নয়নে তোমার ওগো গিরিধারী 
ভুলেছি এ সংসার, 
প্রেমের সাগরে সঁপেছি এ মন 
চরণ কমলে পার, 
ও বাঁশির সুরে অশ্রুসজল 
বিভোর এ বিবাগি মন, 
কেটেও কাটেনা এ অসহ প্রহর
বিরহের আলাপন, 
শঙ্কা সদাই নাড়া দেয় বারে 
চির এ বিরহ তোর, 
আঁখি আসে ভিজে বিহনে তোমার 
বন্ধনে বাহুডোর ,
ফিরে চাই বারে,  আবার তোমারে 
বারেক ফিরিয়া চাই, 
স্বপ্ন শ্যামল, চরণ কমল 
আবার ধরিতে যাই.....

©Snigdha 's World #Love #worship #poem #Bengali #Bengali_poem
জাগতেও আজি ভুলে গেছি প্রিয়, 
কাটছে ভাবের ঘোরে,  
স্বপ্নেই যদি মুরতি তোমার ,
কাটুক স্বপ্নপুরে, 
নয়নে তোমার ওগো গিরিধারী 
ভুলেছি এ সংসার, 
প্রেমের সাগরে সঁপেছি এ মন 
চরণ কমলে পার, 
ও বাঁশির সুরে অশ্রুসজল 
বিভোর এ বিবাগি মন, 
কেটেও কাটেনা এ অসহ প্রহর
বিরহের আলাপন, 
শঙ্কা সদাই নাড়া দেয় বারে 
চির এ বিরহ তোর, 
আঁখি আসে ভিজে বিহনে তোমার 
বন্ধনে বাহুডোর ,
ফিরে চাই বারে,  আবার তোমারে 
বারেক ফিরিয়া চাই, 
স্বপ্ন শ্যামল, চরণ কমল 
আবার ধরিতে যাই.....

©Snigdha 's World #Love #worship #poem #Bengali #Bengali_poem