Nojoto: Largest Storytelling Platform

Truth শৈশবে শুনেছিলাম, একজন বাজারে গিয়ে ব্যাগ ভর্ত

Truth শৈশবে শুনেছিলাম, একজন বাজারে গিয়ে ব্যাগ ভর্তি করছে। এই বার সে চলে আসছে। আনাজওয়ালা বলছে ,একি চলে যাচ্ছেন, আমার মূল্য। সে তখন বলছে ,ব্যাটা, তোর তো সাহস কম নয়। জানিস আমি কে ? ওই যে দারোগা, তার যে নৌকা চালায়, সেই নৌকার যে কাছি বানায়, সেই কাছির যে লেছি দেয়, সেই লেছির যে শন দেয়, সেই শন যে চাষ করে, সেই চাষের ক্ষেতে যে জল দেয়, সেই জল দেওয়ার যে ডোঙা তৈরী করে, তার বাড়ির কাছে আমার বাড়ি। উঠে স্যালুট কর।" 

আনাজওয়ালা উঠে দাঁড়িয়ে বললে ,দণ্ডবৎ হই প্রভু।
মূল্য আর দিতে হবেনা,
এই মূলোর বান্ডিলটাও ব্যাগে ভরে নিন... 

(ঘোরকলি : সঞ্জীব চট্টোপাধ্যায় ) # ক্ষমতা
Truth শৈশবে শুনেছিলাম, একজন বাজারে গিয়ে ব্যাগ ভর্তি করছে। এই বার সে চলে আসছে। আনাজওয়ালা বলছে ,একি চলে যাচ্ছেন, আমার মূল্য। সে তখন বলছে ,ব্যাটা, তোর তো সাহস কম নয়। জানিস আমি কে ? ওই যে দারোগা, তার যে নৌকা চালায়, সেই নৌকার যে কাছি বানায়, সেই কাছির যে লেছি দেয়, সেই লেছির যে শন দেয়, সেই শন যে চাষ করে, সেই চাষের ক্ষেতে যে জল দেয়, সেই জল দেওয়ার যে ডোঙা তৈরী করে, তার বাড়ির কাছে আমার বাড়ি। উঠে স্যালুট কর।" 

আনাজওয়ালা উঠে দাঁড়িয়ে বললে ,দণ্ডবৎ হই প্রভু।
মূল্য আর দিতে হবেনা,
এই মূলোর বান্ডিলটাও ব্যাগে ভরে নিন... 

(ঘোরকলি : সঞ্জীব চট্টোপাধ্যায় ) # ক্ষমতা

# ক্ষমতা #Comedy