প্রত্যেকটা হৃদয়ে জাগরিত হোক প্রেম মুছে যাক গ্লানি মুক্তি পাক হাজার হাজার লুকোনো ইচ্ছে রা ব্যর্থতার গহন অরন্য বেরিয়ে নুতন আগামীতে আসুক সাফল্যের ভোর। প্রত্যেক নারী নির্ভয়া নয় নির্ভয়ে হেঁটে যাক রাস্তা দিয়ে। চোখে চোখ রেখে লড়াইয়ের শ্পর্ধা জাগুক। বিশ্বের ঘরের ছড়িয়ে পড়ুক ভাতৃত্বের জয়গান। সাধনা হোক পরিশ্রম নিপাত জাক বিলাশিতা। বুকে থাকুক 'সহ্যদ্রীর সহ্য শক্তি' আর হৃদয় পাক আকাশে র বিশালতা। #স প্ত র্ষি #Dussehra2020