Nojoto: Largest Storytelling Platform

শরৎ শরৎ এল খালি হাতে সংগে নেই মেঘের ভেলা বারির

শরৎ 

শরৎ এল খালি হাতে 
সংগে নেই মেঘের ভেলা
বারির আকাশ নেই হেতা সেতা। 
নেই হিমের হিমেল পরশ। 
সেই শিশির ভেজা মিষ্টি সকাল 
দেখা মেলে না শিউলি পলাশ।
যেন সেসব ইতিকথা ! 

যারা মায়ের নামে ভক্তি দেখায় 
তারা পূজার নামে ব্যাবসা করে। 
তাই বদলে গেছে প্রকৃতিটা। 
মানুষ যে আজ বড্ড বেঈমান।
অশুভদের ধ্বংসের খেলা 
এসব তারই নমুনা?

আইয়ুব খাঁন 
৩০/০৯/২২

©Aiub Khan
  #শরতের_গান #শরৎ #শরতের_বৃষ্টি  arvindyadav_1717 Subhash Chandra Writer kavi Gautam  gudiya  Anshu writer
aiubkhan7808

Aiub Khan

Bronze Star
New Creator

#শরতের_গান #শরৎ #শরতের_বৃষ্টি arvindyadav_1717 @Subhash Chandra Writer kavi Gautam @gudiya @Anshu writer #কবিতা

82 Views