Nojoto: Largest Storytelling Platform

স্বপ্নের সাম্পান ভাসে শুধু আশাহীন বুক জুড়ে ; বুকের

স্বপ্নের সাম্পান ভাসে শুধু আশাহীন বুক জুড়ে ;
বুকের কী ভয়!মানসিক অবস্থা এমনটাই হয় ;
চলছে দুঃসময় আগমনী বিসর্জনী বাতাসের আবহে ;
কী করার আছে এই বোবা হতাশায়,চলছি কেমন সয়ে ;
নীলের আকাশ দেখছো তুমি? কী পেলে কাশফুলে;
আমি তো শুধুই দেখলাম মৃত্যু ছায়া উঠছে দুলে ;
শুধু প্ৰিয়মুখ....কত প্রিয়জন আপন বা পরিচিত
অকালেই সব হারিয়ে গেল জমলো বুকে ক্ষত ;
হায়রে খুশি কত বেশী করলে পরে পাপ,
বিশ্বজুড়ে নামে হঠাৎ এমন অভিশাপ ;
শিশির জলে অশ্রুফোঁটা মিশছে অকাতরে
ভারাক্রান্ত তাই আমি আজ মহালয়ার ভোরে.... সুপ্রভাত বন্ধুরা,
 
সবাইকে দেবীপক্ষের শুভেচ্ছা। আজ আমার সাথে #collab করে সম্পূর্ণ করো এই লেখাটি। 😊🌻🙏

#শিউলিজানেআগমনীসুরে
#yqdada #YourQuoteAndMine
Collaborating with YourQuote Dada
স্বপ্নের সাম্পান ভাসে শুধু আশাহীন বুক জুড়ে ;
বুকের কী ভয়!মানসিক অবস্থা এমনটাই হয় ;
চলছে দুঃসময় আগমনী বিসর্জনী বাতাসের আবহে ;
কী করার আছে এই বোবা হতাশায়,চলছি কেমন সয়ে ;
নীলের আকাশ দেখছো তুমি? কী পেলে কাশফুলে;
আমি তো শুধুই দেখলাম মৃত্যু ছায়া উঠছে দুলে ;
শুধু প্ৰিয়মুখ....কত প্রিয়জন আপন বা পরিচিত
অকালেই সব হারিয়ে গেল জমলো বুকে ক্ষত ;
হায়রে খুশি কত বেশী করলে পরে পাপ,
বিশ্বজুড়ে নামে হঠাৎ এমন অভিশাপ ;
শিশির জলে অশ্রুফোঁটা মিশছে অকাতরে
ভারাক্রান্ত তাই আমি আজ মহালয়ার ভোরে.... সুপ্রভাত বন্ধুরা,
 
সবাইকে দেবীপক্ষের শুভেচ্ছা। আজ আমার সাথে #collab করে সম্পূর্ণ করো এই লেখাটি। 😊🌻🙏

#শিউলিজানেআগমনীসুরে
#yqdada #YourQuoteAndMine
Collaborating with YourQuote Dada
jayantaroy2876

Jayanta Roy

New Creator