Nojoto: Largest Storytelling Platform

ফুলের বনে হাওয়ার সাথেই, হাওয়া কী তোর কথা শোনে? বাঁ

ফুলের বনে হাওয়ার সাথেই,
হাওয়া কী তোর কথা শোনে?
বাঁশি বাজা আপনমনে ;
মন তো দারুণ সহনশীল--
কবে তবে ভাঙবে খিল !
দখিন আলোয় পূর্বরাগ,
আসতে দেরি যে বৈশাখ;
আগুন তো ওই শিমুল ফুল
ভুলের মতোই কর না ভুল ;
সময় করে দেখতে যাস,
বন্ধু আমার বারোমাস;
মাস ফুরালে বছর আসে--
হৃদয় ভাসে নীলাকাশে | সুপ্রভাত বন্ধুরা,
 
আজ আমার সাথে #collab করে সম্পূর্ণ করো এই লেখাটি।

#বসন্তএসেডাকদিলযেই
#YQDada #YourQuoteAndMine
Collaborating with YourQuote Dada
ফুলের বনে হাওয়ার সাথেই,
হাওয়া কী তোর কথা শোনে?
বাঁশি বাজা আপনমনে ;
মন তো দারুণ সহনশীল--
কবে তবে ভাঙবে খিল !
দখিন আলোয় পূর্বরাগ,
আসতে দেরি যে বৈশাখ;
আগুন তো ওই শিমুল ফুল
ভুলের মতোই কর না ভুল ;
সময় করে দেখতে যাস,
বন্ধু আমার বারোমাস;
মাস ফুরালে বছর আসে--
হৃদয় ভাসে নীলাকাশে | সুপ্রভাত বন্ধুরা,
 
আজ আমার সাথে #collab করে সম্পূর্ণ করো এই লেখাটি।

#বসন্তএসেডাকদিলযেই
#YQDada #YourQuoteAndMine
Collaborating with YourQuote Dada
jayantaroy2876

Jayanta Roy

New Creator

সুপ্রভাত বন্ধুরা, আজ আমার সাথে #Collab করে সম্পূর্ণ করো এই লেখাটি। #বসন্তএসেডাকদিলযেই #yqdada #YourQuoteAndMine Collaborating with YourQuote Dada