Nojoto: Largest Storytelling Platform

The horrible day রাত সাড়ে আটটা নাগাদ অমলের স্ত্রী

The horrible day  রাত সাড়ে আটটা নাগাদ অমলের স্ত্রী বনানী বাড়ি ফিরে আসতেই আড্ডাটা ভেঙে গেল। ওকে একটু বিধ্বস্ত মনে হচ্ছিল। হতেই পারে। বনানীর বাপের বাড়ি আসানসোল তো আর খুব কাছে নয়। উঠে এলাম পাড়ার ঠেকে। এক রাউন্ড চা শেষ করে সবে সিগারেট ধরিয়েছি এমন সময় অমলের ফোন।

কাঁপা কাঁপা গলায় জানালো, 'লোকাল থানা থেকে ফোন করেছিলো। বর্ধমানের কাছে বাস দুর্ঘটনায় বনানী নাকি স্পট ডেড। থানায় যোগাযোগ করতে বলেছে।'

বললাম, 'তবে যে বাড়ি ফিরে এলো সে কোথায়!!'

"তোরা চলে যাওয়ার পর সে বাথরুম গিয়েছিল ফ্রেশ হতে। ফোনটা আসার পর বাথরুমে গিয়ে দেখি বাথরুমে কেউ নেই। তুই আয় ভাই...' #ভূত
The horrible day  রাত সাড়ে আটটা নাগাদ অমলের স্ত্রী বনানী বাড়ি ফিরে আসতেই আড্ডাটা ভেঙে গেল। ওকে একটু বিধ্বস্ত মনে হচ্ছিল। হতেই পারে। বনানীর বাপের বাড়ি আসানসোল তো আর খুব কাছে নয়। উঠে এলাম পাড়ার ঠেকে। এক রাউন্ড চা শেষ করে সবে সিগারেট ধরিয়েছি এমন সময় অমলের ফোন।

কাঁপা কাঁপা গলায় জানালো, 'লোকাল থানা থেকে ফোন করেছিলো। বর্ধমানের কাছে বাস দুর্ঘটনায় বনানী নাকি স্পট ডেড। থানায় যোগাযোগ করতে বলেছে।'

বললাম, 'তবে যে বাড়ি ফিরে এলো সে কোথায়!!'

"তোরা চলে যাওয়ার পর সে বাথরুম গিয়েছিল ফ্রেশ হতে। ফোনটা আসার পর বাথরুমে গিয়ে দেখি বাথরুমে কেউ নেই। তুই আয় ভাই...' #ভূত