Nojoto: Largest Storytelling Platform

অনুগল্প/ অসময়ে ঢং ঢং করে দেওয়াল ঘড়িতে চারটে ঘণ

অনুগল্প/ অসময়ে

ঢং ঢং করে দেওয়াল ঘড়িতে চারটে ঘণ্টা বাজলো। অর্পিতা ভেনিটি ব্যাগটা কাঁধে ঝুলিয়ে পড়িমরি করে হাঁটা দিল লাইব্রেরীতে। ওখানেই বসে সে বিভিন্ন ধরনের গল্প উপন্যাস পড়ে।বই বাড়িতে বয়ে আনে না। কেননা বাড়িতে অবসরের বেশিরভাগ সময় তার কেটে যায় ফোন আর টিভি দেখে। কিন্তু এই সময়ে লাইব্রেরীতে যাওয়াটা তার যেন নেশা হয়ে গেছে। যদিও কারণটা শুধু বই পড়া নয়। কিন্তু কারণটা সে নিজেই নিজের কাছে প্রকাশ করতে সঙ্কোচ বোধ করে।তার আঠারো বছরের কলেজ পড়ুয়া একটি মেয়ে আছে।তার স্বামী তাপস দশ বছর হলো তাদের সাথে আর থাকে না।সে অন্য সংসার পেতেছে। অর্পিতার জীবনেও সেই সময় অন্য পুরুষ আসে নি তা নয়। কিন্তু তার সাহসে কুলায় নি। ইদানিং অশোক নামের একটি ত্রিশ বছরের তরুণের সাথে তার খুব বন্ধুত্ব হয়েছে লাইব্রেরীতে। আধুনিক গল্পের বইগুলো উঁচু তাক থেকে পেড়ে দেয় অশোক। কিন্তু অর্পিতা তার কাঁপা কাঁপা হাতে সেগুলো আলগোছে ধরে নেয়। অশোক একদিন অর্পিতাকে বলে,"আচ্ছা আমাদের সমাজে একটা ছেলে তার চেয়ে দশ বছরের ছোটো মেয়েকে বিয়ে করতে পারে, কিন্তু এর উল্টো টা কেন হয়না বলতে পারো?"অর্পিতা কোনো উত্তর দিতে পারে না।সে আঁচলের খুঁটে গিঁট দিতে দিতে বলে,"কাল থেকে বোধহয় আমার আর লাইব্রেরীতে আসা হবে না সামনেই মেয়ের পরীক্ষা!" #অসময়ে_১  #অনুগল্প #আলগোছে #শ্রীমতীটুম্পা #yqdada #yqbestbengaliquotes
অনুগল্প/ অসময়ে

ঢং ঢং করে দেওয়াল ঘড়িতে চারটে ঘণ্টা বাজলো। অর্পিতা ভেনিটি ব্যাগটা কাঁধে ঝুলিয়ে পড়িমরি করে হাঁটা দিল লাইব্রেরীতে। ওখানেই বসে সে বিভিন্ন ধরনের গল্প উপন্যাস পড়ে।বই বাড়িতে বয়ে আনে না। কেননা বাড়িতে অবসরের বেশিরভাগ সময় তার কেটে যায় ফোন আর টিভি দেখে। কিন্তু এই সময়ে লাইব্রেরীতে যাওয়াটা তার যেন নেশা হয়ে গেছে। যদিও কারণটা শুধু বই পড়া নয়। কিন্তু কারণটা সে নিজেই নিজের কাছে প্রকাশ করতে সঙ্কোচ বোধ করে।তার আঠারো বছরের কলেজ পড়ুয়া একটি মেয়ে আছে।তার স্বামী তাপস দশ বছর হলো তাদের সাথে আর থাকে না।সে অন্য সংসার পেতেছে। অর্পিতার জীবনেও সেই সময় অন্য পুরুষ আসে নি তা নয়। কিন্তু তার সাহসে কুলায় নি। ইদানিং অশোক নামের একটি ত্রিশ বছরের তরুণের সাথে তার খুব বন্ধুত্ব হয়েছে লাইব্রেরীতে। আধুনিক গল্পের বইগুলো উঁচু তাক থেকে পেড়ে দেয় অশোক। কিন্তু অর্পিতা তার কাঁপা কাঁপা হাতে সেগুলো আলগোছে ধরে নেয়। অশোক একদিন অর্পিতাকে বলে,"আচ্ছা আমাদের সমাজে একটা ছেলে তার চেয়ে দশ বছরের ছোটো মেয়েকে বিয়ে করতে পারে, কিন্তু এর উল্টো টা কেন হয়না বলতে পারো?"অর্পিতা কোনো উত্তর দিতে পারে না।সে আঁচলের খুঁটে গিঁট দিতে দিতে বলে,"কাল থেকে বোধহয় আমার আর লাইব্রেরীতে আসা হবে না সামনেই মেয়ের পরীক্ষা!" #অসময়ে_১  #অনুগল্প #আলগোছে #শ্রীমতীটুম্পা #yqdada #yqbestbengaliquotes