Nojoto: Largest Storytelling Platform

ভাবনা তো কত কি? মৃত্যু যদি হঠাৎ এসে এ-দেহকে দিত মু

ভাবনা তো কত কি?
মৃত্যু যদি হঠাৎ এসে এ-দেহকে দিত মুক্তি___
শবযাত্রায় আসতে কি?
 ছুটে...সব অজুহাত ফেলে!
সাদা চাদর সরিয়ে,
ফ্যাকাশে মুখকে শেষবার দেখতে?
যে আমিটা, মরছে তোমায় দেখার শোকে;
দেহ থেকে মুক্তি পেয়ে___
হন্যে হ‌ওয়া মন, দিত ছুট উল্লাসে!
তোমার ঠিকানা খুঁজতে।

একদিন-প্রতিদিন কেবল ঘুরে-ফিরে আসে ভাবনা,
মৃত্যু তো আসেনি এখনো, হয়না আর দেখা! 



 #হন্যেহওয়ামন 
#yqdada 
#yqbaba 
#challenge 
#বাংলা 
#bestyqbengaliquotes 
#পারমিতা_দে
ভাবনা তো কত কি?
মৃত্যু যদি হঠাৎ এসে এ-দেহকে দিত মুক্তি___
শবযাত্রায় আসতে কি?
 ছুটে...সব অজুহাত ফেলে!
সাদা চাদর সরিয়ে,
ফ্যাকাশে মুখকে শেষবার দেখতে?
যে আমিটা, মরছে তোমায় দেখার শোকে;
দেহ থেকে মুক্তি পেয়ে___
হন্যে হ‌ওয়া মন, দিত ছুট উল্লাসে!
তোমার ঠিকানা খুঁজতে।

একদিন-প্রতিদিন কেবল ঘুরে-ফিরে আসে ভাবনা,
মৃত্যু তো আসেনি এখনো, হয়না আর দেখা! 



 #হন্যেহওয়ামন 
#yqdada 
#yqbaba 
#challenge 
#বাংলা 
#bestyqbengaliquotes 
#পারমিতা_দে