Nojoto: Largest Storytelling Platform

১. মুঠোয় ক্ষয়ে যাওয়া হস্তাক্ষর হীন কল্পনা , ফির

১.
মুঠোয় ক্ষয়ে যাওয়া হস্তাক্ষর হীন কল্পনা ,
ফিরে যাওয়ার নীল আবেদন ...

২.
দেয়াল জুড়ে ঘড়ির কাঁটা শব্দছক কষে —
পোড়া দুপুর নেমে আসে বিকেলের নামে !
দূরে খেজুর গাছের নিচে শেষ বার দেখেছিলাম –
মন হারা শালিক দের ।

৩.
নোনাজল কলঙ্ক মোছে সমুদ্র সৈকতে ।
ভুল অঙ্কে হেসে গেছি একটা গোটা জীবন !
ভিটের সঙ্গে প্রতারণা করে পালিয়ে আসি —
ভেজা জামা , পা ভর্তি জল ।

৪.
অল্প জলে নোঙর ফেলে দিই –
নেমে যাই ঢুলু ঢুলু চোখে ।
শৈশব ঘাস স্পর্শ করি ,
আধো আলো পছন্দ তোমার ।

৫.
তুমি চৌকাঠ এড়িয়ে গেছো বিস্তর প্রহর ,
আমি আজও অভ্যেসে তুমি চেতনা খুঁজি ! অভ্যেস । শুভ সরকার ।।
....................................
•
•
•
•
•
•
১.
মুঠোয় ক্ষয়ে যাওয়া হস্তাক্ষর হীন কল্পনা ,
ফিরে যাওয়ার নীল আবেদন ...

২.
দেয়াল জুড়ে ঘড়ির কাঁটা শব্দছক কষে —
পোড়া দুপুর নেমে আসে বিকেলের নামে !
দূরে খেজুর গাছের নিচে শেষ বার দেখেছিলাম –
মন হারা শালিক দের ।

৩.
নোনাজল কলঙ্ক মোছে সমুদ্র সৈকতে ।
ভুল অঙ্কে হেসে গেছি একটা গোটা জীবন !
ভিটের সঙ্গে প্রতারণা করে পালিয়ে আসি —
ভেজা জামা , পা ভর্তি জল ।

৪.
অল্প জলে নোঙর ফেলে দিই –
নেমে যাই ঢুলু ঢুলু চোখে ।
শৈশব ঘাস স্পর্শ করি ,
আধো আলো পছন্দ তোমার ।

৫.
তুমি চৌকাঠ এড়িয়ে গেছো বিস্তর প্রহর ,
আমি আজও অভ্যেসে তুমি চেতনা খুঁজি ! অভ্যেস । শুভ সরকার ।।
....................................
•
•
•
•
•
•
shuvosarkar1619

Shuvo Sarkar

New Creator