বোঝা হয়ে ওঠেনি। অনেক কিছুই - সময়ের আগেই আবছা হয়েছে পথ, চেয়েও মেলাতে পারিনি স্পষ্ট ছবিটা। অযাচিত বর্ষায় ধুয়ে গেছে সব - ওলোট পালট হয়ে গেছে এপিঠ-ওপিঠ। চশমার কাঁচটা মুছলেই স্পষ্ট হতো যত লুকানো-যাতনা অব্যাহতি চায়। মোছা হয়নি.. কালের অবিলম্বে অবহেলা সাক্ষী করে ঝাপসা-পথ। স্পষ্টতা পূর্ণতা পায় চশমার এপারে, আবছা কাঁচের আড়ালে; আজীবন। #piccontest27 এই ছবিটিকে ব্যাকগ্রাউন্ডে রেখে, তার উপর লিখে ফেলো যথাযথ একটি কোট - ছবিটির তোমার মতো করে ইন্টারপ্রিটেশন, অথবা, ছবিটি দেখে যা তোমার মাথায় আসে। Collab করো, অথবা ছবিটিকে সেভ করে তোমার লেখার ব্যাকগ্রাউন্ড হিসেবে পরে ব্যবহার করো। ক্যাপশনে রেখো #piccontest27