Nojoto: Largest Storytelling Platform

মেঘ কি কখনও বৃষ্টি হয়? : প্রায়ই তো হয়। : যেটা বৃষ্

মেঘ কি কখনও বৃষ্টি হয়?
: প্রায়ই তো হয়।
: যেটা বৃষ্টি হয় সেটা মেঘ নয়।
: তাহলে?
: সেটা ঝর্না, তাকিয়ে দ্যাখো আমার চোখে।
: এ কী, তোমার চোখে জল!
: জল নয়, ওটা বৃষ্টি।
: তাহলে যে বললে মেঘ কখনও বৃষ্টি হয় না!
: ওটা আগ্নেয়গিরি, তাকিয়ে দ্যাখো আমার চোখের মণিতে।
: এ কী, তোমার চোখ লাল!
: ওটা রক্ত নয়, দুঃখ।
: দুঃখ আবার কী জিনিস যেটা রক্তের মতো?
: ওটা দুঃখ নয়, হাত দিয়ে দ্যাখো আমার বুকে।
: এ কী, তোমার হৃদয় কাঁপছে!
: ওটা কম্পন নয়।
: তাহলে ওটা কী?
: ওটা না-পাওয়ার যন্ত্রণা, হাহাকার, আমাকে জড়িয়ে ধরে দ্যাখো।

©Arup Das
  #amir khan  loves
arupdas2367

Arup Das

New Creator

#amir khan loves #Love

72 Views