White প্রথম যখন দেখা হলো হারিয়ে গেলো সময় আমার কাজের রানী হয়ে পরিশ্রমটা কমায় দেখতে দেখতে ক্যামেস্ট্রি টা উঠলো জমে বেশ সবার নজর লাগতে লাগতে সবটা হলো শেষ তাও তো সকল বিপদ কেটে একসাথে যে ছিলাম শত কষ্টের মধ্যে দিয়ে ও তোমার হাসি পেলাম দেখতে দেখতে একে ওপরের চোখেই হারিয়ে যেতাম কাজের কথা মাথায় এলেই চোখ টা ঘুরিয়ে নিতাম এমন ভাবে চলতে রইলো কান্না হাসির রব দুজন আজও বহু দূরে থাকি। শেষ তো হয় নি সব আমরা কাউকে কিচ্ছু না বলে নিজের মতোই আছি দুজনের আজ অপেক্ষাতেই চিরজীবন বাঁচি ©SUBHOTHEPOET #চিরজীবন