সে ফিরে আসে, আবারও নিজের সেই পুরোনো অন্ধ কুটিরে, চাপা রাখা আছে মৃত হয়ে স্মৃতির বোঝা গুলো সব !, তাদেরকে কেটে কুটে চিতায় ফেলে পুড়িয়ে একটু সান্তির ভিক্ষা চাইবে ! তবুও সে চেষ্টা করে এটা ভেবে নেওয়ার, শেষে এভাবেও কি মুক্তি পাওয়া যায় ... #সেফিরেআসে #collob #yqdada #অনুভূতি_দের_শুভ #yqbangla #collobratingwithyqbaba