Nojoto: Largest Storytelling Platform

যেখানে শুধু সম্পর্ক থাকে,, ভালোবাসা নয়,,, সেখানে

যেখানে শুধু সম্পর্ক থাকে,,
ভালোবাসা নয়,,,
সেখানে ভালোবাসাটা ধরে রাখা দায়,।
কারণ সম্পর্ক তৈরি করতে গেলে,
ভালোবাসা লাগে,,,
কিন্তু কাউকে যদি ভালোবাসায় না যায়,,
তাদের সম্পর্কটা হয়তো,
বসন্তের শেষে ফুরিয়ে যায়।
ধ্বংস হয়ে যায় ঋতুচক্রে,,,
বসন্তের সমস্ত গৌরব,,,,,,,।
আর তখনই ঝরে পড়ে, ভালোবাসার সমস্ত আর্তনাদ ,
ওই শুকনো  মাটির বুকে,,
এক ফোঁটা গম্ভীর বুকচাপা নীরব ভালোবাসা নিয়ে

নিরব কবি,
।                   শেষ ঠিকানা
যেখানে শুধু সম্পর্ক থাকে,,
ভালোবাসা নয়,,,
সেখানে ভালোবাসাটা ধরে রাখা দায়,।
কারণ সম্পর্ক তৈরি করতে গেলে,
ভালোবাসা লাগে,,,
কিন্তু কাউকে যদি ভালোবাসায় না যায়,,
তাদের সম্পর্কটা হয়তো,
বসন্তের শেষে ফুরিয়ে যায়।
ধ্বংস হয়ে যায় ঋতুচক্রে,,,
বসন্তের সমস্ত গৌরব,,,,,,,।
আর তখনই ঝরে পড়ে, ভালোবাসার সমস্ত আর্তনাদ ,
ওই শুকনো  মাটির বুকে,,
এক ফোঁটা গম্ভীর বুকচাপা নীরব ভালোবাসা নিয়ে

নিরব কবি,
।                   শেষ ঠিকানা
nirobkobi6782

Nirob Kobi

New Creator