Nojoto: Largest Storytelling Platform

ভাবনারা এসে এসে চলে যায় কলম অপেক্ষা করে থাকে ঠায়

ভাবনারা এসে এসে চলে যায়
কলম অপেক্ষা করে থাকে ঠায়
শুধু আমারই হয় না অবসর
একটা কবিতা লেখা;
ফুরসৎ যদিওবা আসে তখন
মন মস্তিষ্কের চলে খেলা।
কাকে দেবো সময়?
যে আমার প্রিয় তাকে, নাকি
আমাকে যে নিবিড় করে পেতে চায়?
কোনোটাই হয়ে উঠে না ঠিকমত
পড়েছি ভীষণ দ্বন্দ্বে;
অপেক্ষা করি আর অপেক্ষা করাই
এভাবেই কেটে যায় কতগুলো সন্ধ্যে।
 কী করি আমি?

#আজেবাজে_লেখা 
#দুপুরের_হিজিবিজি 
#বাংলা_কবিতা 
#শ্রীমতীটুম্পা 
#yqdada
ভাবনারা এসে এসে চলে যায়
কলম অপেক্ষা করে থাকে ঠায়
শুধু আমারই হয় না অবসর
একটা কবিতা লেখা;
ফুরসৎ যদিওবা আসে তখন
মন মস্তিষ্কের চলে খেলা।
কাকে দেবো সময়?
যে আমার প্রিয় তাকে, নাকি
আমাকে যে নিবিড় করে পেতে চায়?
কোনোটাই হয়ে উঠে না ঠিকমত
পড়েছি ভীষণ দ্বন্দ্বে;
অপেক্ষা করি আর অপেক্ষা করাই
এভাবেই কেটে যায় কতগুলো সন্ধ্যে।
 কী করি আমি?

#আজেবাজে_লেখা 
#দুপুরের_হিজিবিজি 
#বাংলা_কবিতা 
#শ্রীমতীটুম্পা 
#yqdada