Nojoto: Largest Storytelling Platform

অলিখিত অভিযোগে ছেড়েছি হাত । নুতন কাব্যে নুতন ভোরে

অলিখিত অভিযোগে ছেড়েছি হাত ।
নুতন কাব্যে নুতন ভোরে তুমি খুঁজেছ তোমায় ।
রাস্তায়  তুমি আবার হাঁটবে যখন একা ;
গন্তব্য যেনো আমার স্মৃতি না হয় ...। শুভ সন্ধ্যা স্বজনবন্ধুরা ❤️🤗

আজ তোমাদের জন্য নিয়ে এলাম একটি নতুন কনটেস্ট - কবিতায় হেঁয়ালি।

এই কবিতাকে ইংরেজিতে বলে Acrostic Poem.
এক্রোস্টিক কবিতা যার সবগুলো পঙক্তির আদ্যক্ষর মিলে একটি নাম বা অর্থবোধক শব্দ বা বাক্য তৈরি হয়।
এই কবিতায় একটি শব্দ লম্বালম্বিভাবে দেওয়া থাকবে। প্রত্যেকটি অক্ষর  দিয়ে একটি করে লাইন লিখতে হবে। এবং সব কটি লাইনে যেন শব্দটির সাথে মানানসই হয়।
যেমন - মিতা (শব্দ)
অলিখিত অভিযোগে ছেড়েছি হাত ।
নুতন কাব্যে নুতন ভোরে তুমি খুঁজেছ তোমায় ।
রাস্তায়  তুমি আবার হাঁটবে যখন একা ;
গন্তব্য যেনো আমার স্মৃতি না হয় ...। শুভ সন্ধ্যা স্বজনবন্ধুরা ❤️🤗

আজ তোমাদের জন্য নিয়ে এলাম একটি নতুন কনটেস্ট - কবিতায় হেঁয়ালি।

এই কবিতাকে ইংরেজিতে বলে Acrostic Poem.
এক্রোস্টিক কবিতা যার সবগুলো পঙক্তির আদ্যক্ষর মিলে একটি নাম বা অর্থবোধক শব্দ বা বাক্য তৈরি হয়।
এই কবিতায় একটি শব্দ লম্বালম্বিভাবে দেওয়া থাকবে। প্রত্যেকটি অক্ষর  দিয়ে একটি করে লাইন লিখতে হবে। এবং সব কটি লাইনে যেন শব্দটির সাথে মানানসই হয়।
যেমন - মিতা (শব্দ)
evapaul7903

Eva Paul

New Creator

শুভ সন্ধ্যা স্বজনবন্ধুরা ❤️🤗 আজ তোমাদের জন্য নিয়ে এলাম একটি নতুন কনটেস্ট - কবিতায় হেঁয়ালি। এই কবিতাকে ইংরেজিতে বলে Acrostic Poem. এক্রোস্টিক কবিতা যার সবগুলো পঙক্তির আদ্যক্ষর মিলে একটি নাম বা অর্থবোধক শব্দ বা বাক্য তৈরি হয়। এই কবিতায় একটি শব্দ লম্বালম্বিভাবে দেওয়া থাকবে। প্রত্যেকটি অক্ষর দিয়ে একটি করে লাইন লিখতে হবে। এবং সব কটি লাইনে যেন শব্দটির সাথে মানানসই হয়। যেমন - মিতা (শব্দ) #yqbaba #yqdada #YourQuoteAndMine #swajan #স্বজনসেরা #কবিতায়হেঁয়ালি