Nojoto: Largest Storytelling Platform

Path শৈশব, কৈশোর, যৌবন পার হয়ে আজ প্রায় বার্ধক্য

Path শৈশব, কৈশোর, যৌবন পার হয়ে আজ প্রায় বার্ধক্যের হাতছানি... পেছন ফিরে দেখি ধু ধু সেই দিনগুলো, মনেও পড়ে না কীভাবে শুরু হয়েছিল সেই চেতনার যাত্রা। ছেলেবেলার সেই দুরন্ত সময়, যৌবনের সেই বলিষ্ঠ পথচলা কখন যে দৃষ্টির সীমানা পেরিয়ে গেছে, বুঝতে পারিনি। এতটা পথ পরিক্রমার পর, এতটা সময় পার হয়ে এসে যখন আজ ভাবি, কেমন সময়ের সীমান্তে হয়েছিল আমাদের জন্ম, কেমন ছিল আমাদের ছেলেবেলা, কেমন ছিল সেই জীবনের স্পর্শ-আবেগ, কেমন ছিল জীবনের উচ্ছলতা আর অননুমেয় উচ্ছ্বাস- মনে হয় রংধনুর সাত রঙের আবির মাখা ছিল আমাদের সেইসব সোনালি সময়, হঠাৎ গত হয়ে যাওয়া সময়ের কালো মেঘের আড়ালে যেন চলে গেছে, সেই না-ফেরা রংধনুকাল।
কখনো আসবে না ফিরে আর... # পথিক
Path শৈশব, কৈশোর, যৌবন পার হয়ে আজ প্রায় বার্ধক্যের হাতছানি... পেছন ফিরে দেখি ধু ধু সেই দিনগুলো, মনেও পড়ে না কীভাবে শুরু হয়েছিল সেই চেতনার যাত্রা। ছেলেবেলার সেই দুরন্ত সময়, যৌবনের সেই বলিষ্ঠ পথচলা কখন যে দৃষ্টির সীমানা পেরিয়ে গেছে, বুঝতে পারিনি। এতটা পথ পরিক্রমার পর, এতটা সময় পার হয়ে এসে যখন আজ ভাবি, কেমন সময়ের সীমান্তে হয়েছিল আমাদের জন্ম, কেমন ছিল আমাদের ছেলেবেলা, কেমন ছিল সেই জীবনের স্পর্শ-আবেগ, কেমন ছিল জীবনের উচ্ছলতা আর অননুমেয় উচ্ছ্বাস- মনে হয় রংধনুর সাত রঙের আবির মাখা ছিল আমাদের সেইসব সোনালি সময়, হঠাৎ গত হয়ে যাওয়া সময়ের কালো মেঘের আড়ালে যেন চলে গেছে, সেই না-ফেরা রংধনুকাল।
কখনো আসবে না ফিরে আর... # পথিক

# পথিক #story