Nojoto: Largest Storytelling Platform

সলতে তুই জীবনটাকে নিয়ে কি করবি ভাবছিস??? এভাবে ট

সলতে

তুই জীবনটাকে নিয়ে কি করবি ভাবছিস??? এভাবে টিউশন করে আর কতদিন চলবে নিজের পড়াশোনা এমনকি গান বাজনা বন্ধ।।।
মাটির ভাঁড়ে চুমুক দিতেই একসাথে প্রশ্নগুলো ধেয়ে এল দীপুর  দিকে।

আলতো হেসে ধীরে ধীরে চা টা শেষ করার পর ডাস্টবিনে মাটির ভাঁড় টা ছুড়ে ফেলে দীপ উত্তর দিল --"দীপাবলিতে প্রদীপ জ্বালাস তো,  আলোটা কমে গেলে বেশি আলোর জন্য আমরা সলতেটা  একটু বাড়িয়ে দিই,  আমার ঘরে এখন অভাবের গাঢ় অন্ধকার । তাই সলতে টাকে বাড়িয়ে দিয়েছি,  এতে হয়তো প্রদীপের আয়ুষ্কাল কমে যাবে, কিন্তু বর্তমানে আলোর প্রয়োজন মিটবে।"
আসি,  আবার একটা টিউশন আছে পরে কথা হবে ভাঙা সাইকেলে উঠে চলে যায় স্কুল কলেজের সব থেকে মেধাবী ছাত্রটি। দারিদ্র্যের পরিহাস আর অদৃষ্টের ইচ্ছা মনে রেখে তার চলে যাওয়ার পথের পানে আবছা দৃষ্টিতে তাকিয়ে থাকে কয়েকজন বন্ধু , যারা জানে এই অহেতুক তাড়াতাড়ি অশ্রু লুকানোর অভিপ্রায় ছাড়া আর কিছু নয়। #মধ্যবিত্ত
সলতে

তুই জীবনটাকে নিয়ে কি করবি ভাবছিস??? এভাবে টিউশন করে আর কতদিন চলবে নিজের পড়াশোনা এমনকি গান বাজনা বন্ধ।।।
মাটির ভাঁড়ে চুমুক দিতেই একসাথে প্রশ্নগুলো ধেয়ে এল দীপুর  দিকে।

আলতো হেসে ধীরে ধীরে চা টা শেষ করার পর ডাস্টবিনে মাটির ভাঁড় টা ছুড়ে ফেলে দীপ উত্তর দিল --"দীপাবলিতে প্রদীপ জ্বালাস তো,  আলোটা কমে গেলে বেশি আলোর জন্য আমরা সলতেটা  একটু বাড়িয়ে দিই,  আমার ঘরে এখন অভাবের গাঢ় অন্ধকার । তাই সলতে টাকে বাড়িয়ে দিয়েছি,  এতে হয়তো প্রদীপের আয়ুষ্কাল কমে যাবে, কিন্তু বর্তমানে আলোর প্রয়োজন মিটবে।"
আসি,  আবার একটা টিউশন আছে পরে কথা হবে ভাঙা সাইকেলে উঠে চলে যায় স্কুল কলেজের সব থেকে মেধাবী ছাত্রটি। দারিদ্র্যের পরিহাস আর অদৃষ্টের ইচ্ছা মনে রেখে তার চলে যাওয়ার পথের পানে আবছা দৃষ্টিতে তাকিয়ে থাকে কয়েকজন বন্ধু , যারা জানে এই অহেতুক তাড়াতাড়ি অশ্রু লুকানোর অভিপ্রায় ছাড়া আর কিছু নয়। #মধ্যবিত্ত

#মধ্যবিত্ত