হে বসন্ত, তুমি এসেছো বাতাসকে মুখরিত করে, এসেছো কোকিলের সুরে সুরে। বাতাসে আজও সারাদিন ভেসে আছে, কোকিলের কুহুকুহু গান। হে বসন্ত, তুমি এসেছ বলেই শীতার্ত শিশুর মুখে- ফুটিল আনন্দের হাসি, শীতকে তাড়িয়ে দিয়েছো বলে- হয়েছে সে বেজায় খুশি। এই বসন্তের গোধূলী এখনও হয়নি বিলীন.. নামেনি তো ঠিক সন্ধ্যে; পলাশ ফুলের স্নিগ্ধতায় আমি; মেতেছি তোমার প্রেমের ছন্দে। মরা ঘাসে গোধূলী আলো এখনো ঝিকমিক করে, তারাও চায় এখনও তোমার স্নেহ পেতে, জানি আবারো আসিবে কাল প্রেম নিয়ে, তবু এই অবেলায় যেওনা তুমি, ডুববে সূর্য একটু পরে। #বসন্ত #challenge #yqdada #cinemagraph