Unsplash শীত ঘুম স্মরজিৎ ব্যানার্জি প্রস্তুতি চলছিল অনেকদিন এখন সময় হয়েছে শীতঘুমে যাওয়ার ঝরা পাতা সময় গুনছে দ্রুত আর গতি বাড়ছে উত্তুরে হাওয়ার, একটু রোদের আশায় হাপিত্যেশ করি জানলার পাশে বিগত রাতের শিশির মুক্তোর কনা হয়ে ফুটে ওঠে বাগানের ঘাসে। পরিযায়ী পাখির দল ভিড় করে খালে বিলে শব্দহীন রাত ঢাকে কুয়াশার চাদরে চারপাশ হয়ে আসে ক্রমশ নিঝুম মাটির গভীরে ঘুমোয় সাপ ব্যাং ইঁদুর ওদের চাই এক দীর্ঘ অবসর আর এক নিশ্চিন্তে শীত ঘুম। ©Smrajit Banerjee #camping বাংলা শায়রি শায়রি মনোভাব