Nojoto: Largest Storytelling Platform

||বৃষ্টি|| গ্রীষ্ম শেষে ফাটামাটি বৃষ্টি কোথায় ডা

||বৃষ্টি||
গ্রীষ্ম শেষে ফাটামাটি 
বৃষ্টি কোথায় ডাক
আকাশ জুড়ে
 গুড় গুড় গুড় 
বাজতে থাকে ঢাক 
দিনে আঁধার রাতে আলো ঝম ঝমাঝম বৃষ্টি এলো গরু-বাছুর গোয়াল ঘরে শিশু ঘরে থাক 
টালির চালে বসে বসে ভিজতে থাকে কাক 
যখন বনে বৃষ্টি আসে ময়ূর করে নাচ 
তখন মনের সে তার বাজে জল খায় সব গাছ নদীর প্লাবন বাঁধে ভাঙন যতই দুঃখ পাক না এ-মন সৃষ্টি সুখের আপন খেলায় বৃষ্টি করে নাচ ধ্বংস মাঝে সৃষ্টির বীজ 
বোনাই তার কাজ The amazing poem in Bengali
||বৃষ্টি||
গ্রীষ্ম শেষে ফাটামাটি 
বৃষ্টি কোথায় ডাক
আকাশ জুড়ে
 গুড় গুড় গুড় 
বাজতে থাকে ঢাক 
দিনে আঁধার রাতে আলো ঝম ঝমাঝম বৃষ্টি এলো গরু-বাছুর গোয়াল ঘরে শিশু ঘরে থাক 
টালির চালে বসে বসে ভিজতে থাকে কাক 
যখন বনে বৃষ্টি আসে ময়ূর করে নাচ 
তখন মনের সে তার বাজে জল খায় সব গাছ নদীর প্লাবন বাঁধে ভাঙন যতই দুঃখ পাক না এ-মন সৃষ্টি সুখের আপন খেলায় বৃষ্টি করে নাচ ধ্বংস মাঝে সৃষ্টির বীজ 
বোনাই তার কাজ The amazing poem in Bengali

The amazing poem in Bengali