Nojoto: Largest Storytelling Platform

অনুভব সে রূপের তটে দাঁড়িয়ে, অসম্ভব ছায়া-ছায়া,স্থবি

অনুভব সে রূপের তটে দাঁড়িয়ে,
অসম্ভব ছায়া-ছায়া,স্থবির---
সময় নিরাকার,নির্ভেজাল জন্ম তার,
তবু শেষ আঁচড়টুকু নিরন্তর,গভীর;
সে গভীরতাকেই বুঝি তোমরা সম্পর্ক বলো !
কিংবা বলো প্রেম?
আমি তো ধূসর বোধের নীচে জমতে দেখেছি,
ধুলোয় ঢাকা কত প্রিয় ফটোফ্রেম;
আমি নিঃশ্বাস খুঁজে গেছি সেখানে অবিরত,
খুঁজেছি জন্ম-মৃত্যু,পুণ্য কিংবা পাপ--
অপার্থিব মগ্নতা শুধু গ্রাস করেছে আমায়
আধো জাগরণে,তন্দ্রার অভিশাপ;
জানি তখন ঘাসের বনে জ্বলবে জোনাকি,
রহস্য ফুঁড়ে উঠবে বীজে-বীজে
আমি মাঝরাতে তখন ছিন্নভিন্ন,টালমাটাল চাঁদ,
আমি আমার নিজের হত্যাকারী নিজে....  #হত্যাকারী#আধুনিক কবিতা#
অনুভব সে রূপের তটে দাঁড়িয়ে,
অসম্ভব ছায়া-ছায়া,স্থবির---
সময় নিরাকার,নির্ভেজাল জন্ম তার,
তবু শেষ আঁচড়টুকু নিরন্তর,গভীর;
সে গভীরতাকেই বুঝি তোমরা সম্পর্ক বলো !
কিংবা বলো প্রেম?
আমি তো ধূসর বোধের নীচে জমতে দেখেছি,
ধুলোয় ঢাকা কত প্রিয় ফটোফ্রেম;
আমি নিঃশ্বাস খুঁজে গেছি সেখানে অবিরত,
খুঁজেছি জন্ম-মৃত্যু,পুণ্য কিংবা পাপ--
অপার্থিব মগ্নতা শুধু গ্রাস করেছে আমায়
আধো জাগরণে,তন্দ্রার অভিশাপ;
জানি তখন ঘাসের বনে জ্বলবে জোনাকি,
রহস্য ফুঁড়ে উঠবে বীজে-বীজে
আমি মাঝরাতে তখন ছিন্নভিন্ন,টালমাটাল চাঁদ,
আমি আমার নিজের হত্যাকারী নিজে....  #হত্যাকারী#আধুনিক কবিতা#
jayantaroy2876

Jayanta Roy

New Creator

#হত্যাকারী#আধুনিক কবিতা#