আবার হাঁটছি আমি সেই পথে, পথটির নাম হলো "শেষের"। ঠিকানাহীন এই একলা পথে, দেখছি নানা রঙের বেসের। ধোয়ার টানে মগ্ন আমি হচ্ছি ধীরে-ধীরে, জ্বলছে আমার ভিতর ঘর তিলে-তিলে। ধোয়ায় আমি এখন থাকি ঘোরে, তাও আমি আশা রাখছি নতুন ভোরের। এত ধোয়ার ঘোরের মাঝে, আমি এখনো শুধু দেখি তোরে। #addictionpoem,#selfdestruction,#pain,#love